পিবিএ,ডেস্ক: পরিবেশের ক্ষতি ক্রমে আরও বড় চেহারা নিচ্ছে। অনেকদিন ধরেই গবেষণায় উঠে আসছে যে বরফ গলে যাওয়ার ফলে পৃথিবীর মেরু রাজ্যগুলিতে পরিবেশের আমূল পরিবর্তন নজরে পড়ছে। সেই বিষয়ে আরও বিস্ফোরক তথ্য এবার প্রকাশ্যে এল। বলা হয়েছে, এই মরশুমে উষ্ণতম গ্রীষ্ম কাটছে গ্রিনল্যান্ডের। যেখানে আগস্টের কাছাকাছি এই অংশের তাপমাত্রা থাকে অনেকটাই কম, সেখানে এবার ১০.৭ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে উষ্ণতা। আর তার জন্যই এখানে অন্য মরশুমের থেকে এবারে অনেক বেশি পরিমাণ বরফ গলছে, অনেক দ্রুত গলছে।
আশঙ্কা, গ্রিনল্যান্ডের বিশাল বরফের প্লেট থেকে এই গ্রীষ্মের শেষেই ৪৪০ বিলিয়ন টন বরফ গলে যেতে পারে। তার ফলে যে পরিমাণ জল এসে মূল ধারায় মিশবে, সেই জল সহজে ভাসিয়ে দিতে পারবে পেনসিলভেনিয়া অথবা গ্রিসের একটা অংশকে।
অনেক বিজ্ঞানীর মতো নাসার সমূদ্রবিজ্ঞানী যশ উইলিস, গ্রিনল্যান্ডে থেকেই দেখেছেন, মানুষের তৈরি কারণ ও প্রাকৃতিক নিয়মেই এই বরফ গলছে। প্রতিবছরই এভাবে বরফ গলে, আবার তৈরিও হয়। কিন্তু এবছর যে অবস্থা দেখা যাচ্ছে, তা রীতিমতো উদ্বেগের। এর আগে এত দ্রুত বরফ গলেনি।
পিবিএ/ইকে