অবশেষে পাকিস্তানে যাচ্ছে লঙ্কান ক্রিকেট টিম

পিবিএ স্পোর্টস ডেস্ক: ২০০৯ সালে পাকিস্তানের শ্রীলঙ্কার খেলোয়াড়দের বাসে সন্ত্রাসী হামলার পর এই প্রথম পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছে লঙ্কানরা। তবে এই সফরে টেস্ট খেলবে না দলটি।

অবশেষে টেস্ট সিরিজের বদলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। দুই দেশের বোর্ডের মধ্যে আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে টেস্ট সিরিজটি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা শোনা যাচ্ছে।

আইসিসি’র এফটিপি অনুযায়ী, অক্টোবরে শ্রীলঙ্কাকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ পাকিস্তানের মাঠিতে খেলার জন্য আমন্ত্রণ জানানোর কথা ছিল। এর পরে ডিসেম্বরে সংক্ষিপ্ত পরিসরের ক্রিকেট সিরিজ আয়োজন করার কথা ছিল। কিন্তু গতকাল দুই ক্রিকেট বোর্ডের প্রধান টেলিফোনে কথা বলার পর এ সফরের চূড়ান্ত সূচি জানিয়ে দেওয়া হয়।

জানা গেছে, করাচিতে প্রথম ওয়ানডে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাকি দুটি ওয়ানডে ১৯ এবং ২ অক্টোবর হবে। এছাড়া লাহোরে প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৫ অক্টোবর। বাকি দুটি টি-টোয়েন্টি ৭ ও ৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। আর লঙ্কানদের এই সফর দিয়ে দেড় বছর পর পাকিস্তানে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট।

দেশটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে রাজি হওয়ায় লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে পিসিবি চেয়ারম্যান মানি বলেন, গত কয়েক বছরে আইসিসি বিশ্ব একাদশ, শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি, ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ও নারী দলের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি এবং পিএসএল’র ৮টি ম্যাচ আয়োজন করে পাকিস্তান দেখিয়ে দিয়েছে, দেশটি এখন ক্রিকেট খেলার জন্য সম্পূর্ণ নিরাপদ।

উল্লেখ্য, ২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছাকাছি এলাকায় শ্রীলঙ্কা ক্রিকেট দলের বাসে হামলা চালায় বন্দুকধারীরা। এতে খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে সাতজন আহত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে পাকিস্তান থেকে আন্তর্জাতিক ক্রিকেট এক প্রকার নির্বাসিত। এরপরে ২০১৫ সালে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গিয়ে নির্বাসন থেকে পাকিস্তানকে কিছুটা মুক্তি দিয়েছিল জিম্বাবুয়ে। এরপর ফাফ ডু প্লেসি’র নেতৃত্বে আইসিসি বিশ্ব একাদশ লাহোরে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে। সেই থেকে করাচিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচ আয়োজন করে আসছে পিসিবি। এবার সেই দুই ভেন্যুতেই ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।

সিরিজের সূচি:
২৭ সেপ্টেম্বর- প্রথম ওয়ানডে, করাচি
২৯ সেপ্টেম্বর- দ্বিতীয় ওয়ানডে, করাচি
২ অক্টোবর- তৃতীয় ওয়ানডে, করাচি
৫ অক্টোবর- প্রথম টি-টোয়েন্টি, লাহোর
৭ অক্টোবর- দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর
৯ অক্টোবর- তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর

পিবিএ/বাখ

আরও পড়ুন...