পিবিএ ডেস্ক : বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের কোন ফেসবুক আইডি নেই বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর। তার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে -এমন তথ্যের ভিত্তিতে গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বর্তমান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ কোন ফেসবুক একাউন্ট ব্যবহার অথবা পরিচালনা করছেন না। কিছু ব্যক্তি বা গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের নাম ও ছবি ব্যবহার করে একটি ফেইসবুক একাউন্ট খুলে সেখানে বিভিন্ন তথ্য আপলোড করছে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা।’
এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার জন্য সেখানে অনুরোধ জানানো হয়। এর আগেও সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনীর বিভিন্ন সংস্থার নামে ভুয়া ওয়েবসাইট, ফেসবুক একাউন্ট, ইউটিউব চ্যানেল তৈরি করা হয়েছিল বলে আরেকটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিল আইএসপিআর। সেখানে বলা হয়েছিল, ‘এগুলো ব্যবহার করে বিভিন্ন প্রকার মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা প্রচারের মাধ্যমে সেনাবাহিনীর সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হয়েছিল।’
পরে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের নাম ও লিংক উল্লেখ করে দেয়া হয়।
পিবিএ/জিজি