পিবিএ ডেস্ক : ভালবাসা দীর্ঘস্থায়ী করতে কে না চায়, তারপরেও নানান কারণে সম্পর্কে মাঝে টানাপোড়ন সৃষ্টি হয়। বিশেষজ্ঞরা মনে করেন, প্রত্যেক মানুষের ভেতরে ভাল-মন্দ দু’টো দিকই থাকে। খারাপ অভ্যাস যখন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তখন সম্পর্কের মাঝে টানাপোড়ন সৃষ্টি হয়; এক পর্যায়ে তা বিচ্ছেদে রুপ নেয়।
আসুন জেনে নেই এমন ৭টি কারণ;
১) ঈর্ষা বা সন্দেহ করা; সঙ্গীকে কারণে অকারণে অবিশ্বাস-সন্দেহ বা ঈর্ষা করলে সম্পর্কে টানাপোড়ন সৃষ্টি হয়। বিশেষজ্ঞদের মতে, ঈর্ষা বা সন্দেহ একটি প্রাকৃতিক অনুভূতি। এটি মূলত আসে নিরাপত্তাহীনতা থেকে। এ প্রবণতাকে নিয়ন্ত্রণ না করতে পারলে সম্পর্ক ভেঙ্গে যেতে পারে।
২) উপলব্ধি না করা: সাধারণত কেউ কাউকে ভালোবাসলে তার অনুভূতিগুলো বোঝা বা উপলব্ধি করার চেষ্টা করা উচিৎ। প্রত্যেকেই চায় কেউ তার কাজের প্রশংসা করুক বা তাকে প্রেরণা জোগাক। এ উপলব্ধি করার বিষয়ে ঘাটতি থাকলেও সম্পর্কে দূরত্ব তৈরি হয়।
৩) নিজস্বতা বজায় রাখতে না দেওয়া: অনেকই তার সঙ্গীর ফেসবুকের বা ই-মেইলের পাসওয়ার্ড জানতে চায়। অনেকে সন্দেহভাজন হয়ে সঙ্গীর মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে। ব্যক্তি জীবনের এমন স্বকীয়তা নষ্টের ফলে সম্পর্কে চিড় ধরতে পারে।
৪) অবঙ্গা বা অবহেলা করা; প্রিয় মানুষের অবহেলা কেউ সহ্য করতে পারেনা। এজন্যে সবার আগে প্রিয়জনকে গুরুত্ব দেওয়া উচিৎ। তার পছন্দ-অপছন্দকে মূল্যায়ন করা উচিৎ।
৫) ভুল বোঝাবুঝির দ্রুত অবসান না করা: সম্পর্কের মাঝে যে কোন কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হলে দ্রুতই তা মীমাংসা করা উচিৎ। তানাহলে তা থেকে রাগ-ক্ষোভের জন্ম নিতে পারে। এমনকি সেটা বিচ্ছেদেও রুপ নিতে পারে।
৬) বিশেষ দিবস ভুলে গেলে; জন্মদিন, বিবাহ বার্ষিকী, মৃত্যু বাষির্কীসহ নানান গুরুত্বপূর্ণ দিনগুলো ভিন্নভাবে আয়োজন করতে চায় সবাই। এদিনের কথা ভুলে গেলে কিংবা অবহেলা করলেও সম্পর্কের মাঝে দুরুত্ব তৈরি হতে পারে। এজন্যে বিশেষ দিবসগুলো ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখা কিংবা মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখা উচিৎ।
৭) অন্যের বিশেষ গুণ সঙ্গীর মাঝে খোঁজলে; সঙ্গীর মাঝে অন্যের বিশেষগুণ খোঁজলে বা তাঁর সাথে তুলনা করলে হতাশা বাড়ে। প্রত্যেক মানুষেরই নিজস্ব স্বকীয়তা থাকে। তাঁর সে স্বকীয় গুণ নিয়ে সন্তুষ্ট থাকলেই সম্পর্ক সুন্দর হয়।
পিবিএ/ ফাহা