ক্ষেতে মৌমাছি না থাকায় কম ফলনের আশঙ্কায় কৃষকরা

পিবিএ,ঢাকা: স্বল্প সময়ে অল্প খরচে সরিষা লাভজনক হওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহী হচ্ছেন রাজবাড়ীর কৃষকরা।
সে লক্ষ্যে চলতি বছর রাজবাড়ীতে ৩ হাজার ২০৭ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এ বছর ক্ষেতে মৌমাছি না থাকায় ফলন কমের আশঙ্কা করছেন কৃষকরা।

এ বছর স্থানীয় দেশি ও আধুনিক জাতের বারি ১৪ ও ১৫ এবং বিনা ৪ জাতের সরিষা বেশি চাষ করেছেন।
রাজবাড়ী সদরে ১ হাজার ৯০ হেক্টর এবং গোয়ালন্দে ১ হাজার ৪২ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। সরিষা বোনা থেকে শুরু করে মাত্র তিন থেকে চার মাসেই ফলন পান কৃষকরা। এ ফসলটি কৃষকদের জন্য বাড়তি একটি লাভজনক ফসল।

কৃষকরা জানান, সরিষা চাষে প্রতি বিঘা জমিতে খরচ হয় ১৪০০ থেকে ১৫০০ টাকা। ভালো ফলন হলে বিঘায় ২ থেকে আড়াই মণ সরিষা পান। প্রতিমণ সরিষা বিক্রি করেন ১৮০০ থেকে ২০০০ টাকায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. ফজলুর রহমান জানান, স্বল্প সময়ে ও অল্প খরচে সরিষা লাভজনক একটি বাড়তি ফসল হওয়ায় দিন দিন সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এ বছর ক্ষেতে মৌমাছি না থাকায় ফলন কমের আশঙ্কা করছেন কৃষকরা।

পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...