পিবিএ ডেস্ক: আমার বয়স ২০ বছর। গত ১ বছর হল সম্পর্কে রয়েছি। বয়ফ্রেন্ডের সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হলেও এখনও ইন্টারকোর্স হয়নি। তবে সম্প্রতি বেশ কয়েকবার ও আমাকে ইন্টারকোর্সের জন্য জোর করেছে। আমি রাজি হইনি। ভয় পেয়েছি, তাই রাজি হয়নি। তবে ওকে হারাতে চাই না। আমি কী করব? আমার শরীর কি ইন্টারকোর্সের জন্য আমি তৈরি।
মনোবিদ মনন শীলের পরামর্শ: ব্যক্তিগত ভাবে আমি বলব না আপনি তৈরি নন। আপনার যৌন সঙ্গমে লিপ্ত হওয়ার বা ইন্টারকোর্সের সময় আসেনি। তবে এর সময় নিয়েই অনেক প্রশ্ন উঠতে পারে। কারণ এটি একান্তই ব্যক্তিগত এক সিদ্ধান্ত। অন্য কেউ এখানে আপনার ‘সময়’ ঠিক করে দিতে পারেন না।
তবে কিছু বিষয় একটু ভাবুন: প্রথম ইন্টারকোর্স কেউ ভুলতে পারে না। সেটা আপনি কার সঙ্গে, কোন মুহূর্তে, কোন স্থানে কখন করতে চান- তা ১০০% আপনার একার সিদ্ধান্ত। এবং শারীরিক ভাবেও তা প্রভাব রাখে। আপনার বয়স ২৫-এর বেশি হত, তবে আমি বলতাম- যেমন ইচ্ছে হয়, এগিয়ে যান। আপনার বর্তমান বয়স আপনার শারীরিক গঠন, প্রস্তুতি ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলে। তাই এক্ষেত্রে ভেবেচিন্তে এগোন। হয়ত, সমালোচিত হব, তবে পুরুষরা এই একটি বিষয়ে তাড়াহুড়োর জন্য ‘কুখ্যাত’। তাই শুধু আপনার প্রেমিকের কথা শুনে হ্যাঁ বলবেন না।
পিবিএ/বিএইচ