শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্টে ফের বৃষ্টির হানা

পিবিএ স্পোর্টস ডেস্ক: ফের বৃষ্টি হানা দিয়েছে শ্রীলঙ্কা- নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচে। দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় । এই টেস্টের প্রথম দিনেও হানা দিয়েছিল বৃষ্টি; যেখানে কেবল মাত্র ৬৬ ওভার খেলা অনুষ্ঠিত হতে পেরেছে। তৃতীয় দিন অবশ্য পুরো খেলাই নির্বিঘ্নে হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা এখনো মাঠে গড়ায় নি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে টম ল্যাথামের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৯৬ রান করেছে নিউজিল্যান্ড। ল্যাথাম ১১১* রানে অপরাজিত আছেন। তার সঙ্গী বিজে ওয়াটলিং (২৫*)।

এর আগে প্রথম দিনে ব্যাট করে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া ডি সিলভা করেন সেঞ্চুরি; ১৪৮ বলে ১০৯ রান করেছেন তিনি; এছাড়া অধিনায়ক দিমুথ করুণারত্নে করেছেন ১৬৫ বলে ৬৫ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে প্রথম টেস্ট জিতে এরই মধ্যে পূর্ণ ৬০ পয়েন্ট অর্জন করেছে লঙ্কানরা। দুই ম্যাচের সিরিজটি বাঁচাতে ও পয়েন্ট যোগ করতে এই টেস্টে জয় চাই কিউইদের কিন্তু বৃষ্টির খপ্পরে পড়ে তাদের সেই স্বপ্ন ক্রমশই বিবর্ণ হয়ে যাচ্ছে।

পিবিএ/বাখ

আরও পড়ুন...