শ্রীলঙ্কার জালে বাংলাদেশের ৭ গোল

পিবিএ স্পোর্টস ডেস্ক: শুরুটা হয়েছে ভুটানকে ৫-২ গোলে উড়িয়ে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দলের কাছে এবার দুমড়ে-মুচড়ে গেল শ্রীলঙ্কা। ফরোয়ার্ড আল আমিন রহমানের চার গোলের সঙ্গে বাকিদের তিন, লঙ্কান কিশোরদের ৭-১ ব্যবধানে উড়িয়ে ফাইনালের পথে আরেক কদম এগোল সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়নরা।

পাঁচ দলের আসরে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হচ্ছে এবারের সাফ। পয়েন্ট তালিকার সেরা দুই দল খেলবে ফাইনালে। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া বাংলাদেশ নিজেদের তৃতীয় ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে, ২৭ আগস্ট। সেই ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই ফাইনালে উঠে যাবে আনোয়ার পারভেজের শিষ্যরা।

পশ্চিমবঙ্গের কল্যাণী স্টেডিয়ামে ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশকে আটকে রাখতে পারাটাই শ্রীলঙ্কানদের এদিনের সাফল্য। ৩১ মিনিটে লঙ্কান গোলরক্ষককে দারুণভাবে বোকা বানিয়ে গোলবন্যার সূচনা করেন ফরোয়ার্ড আল আমিন রহমান।

ম্যাচের ৪২ মিনিটে প্রায় মাঝমাঠ থেকে একা বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সের ভেতরে ঢুকে বাঁ-পায়ের শটে চোখ জুড়ানো গোলে দলকে এগিয়ে দেন রাকিবুল ইসলাম। দুই মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন আল আমিন।

দ্বিতীয়ার্ধে শ্রীলঙ্কার জালে রীতিমত গোলের বন্যা বইয়ে দেন লাল-সবুজদের কিশোররা। ৪৮ মিনিটে হেডে দলের চতুর্থ গোলটি করেন আগের ম্যাচে জোড়া গোল করা ফরোয়ার্ড আল মিরাদ। দুই মিনিট বাদে শ্রীলঙ্কার মিহরান এক গোল শোধ দেন।

ম্যাচের ৫৯ মিনিটে পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন আল আমিন। ৭১ মিনিটে করেন নিজের চতুর্থ গোল। দুই ম্যাচে এরইমধ্যে ৫ গোল করে উঠে গেছেন গোলদাতাদের শীর্ষ তালিকায়। পরে ৬৭ মিনিটে বদলি ফরোয়ার্ড রাব্বি হোসেন বাংলাদেশের হয়ে যোগ করেছেন আরেকটি গোল।

পিবিএ/বাখ

আরও পড়ুন...