মুন সিনেমা হলের জমি ২৯ আগস্টের মধ্যে রেজিস্ট্রি করে দিতে নির্দেশ

 

পিবিএ,ঢাকা: বহুল আলোচিত মুন সিনেমা হলের জমি ও স্থাপনা আগামী ২৯ আগস্টের মধ্যে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের অনুকুলে রেজিস্ট্রি করে দিতে জমির মালিককে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন। আগামী ২৯ আগস্ট পরবর্তী আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মুন সিনেমা হলের পক্ষে ছিলেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি ও অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন।

আপিল বিভাগ গতবছরের ১০ ডিসেম্বর এক আদেশে মুন সিনেমা হলের জমি ও স্থাপনার মূল্য হিসেবে ৯৯ কোটি ২১ লাখ টাকার চেক ব্যক্তি মাকসুদুল আলমের পরিবর্তে বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্ক লিমিটেডের নামে চেক দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। কিন্তু জমি রেজিস্ট্রি নিয়ে জটিলতা দেখা দেয়ায় সরকার টাকা প্রদান থেকে বিরত থাকে। শেষ পর্যন্ত উভয়পক্ষের সমঝোতার পর আপিল বিভাগ আজ জমি রেজিস্ট্রি করে দিতে নির্দেশ দেন।

পিবিএ/ইকে

আরও পড়ুন...