বান্দরবানে পুলিশের অভিযানে ৭০ লিটার দেশীয় মদ সহ আটক ১

পিবিএ, বান্দরবান: বান্দরবানে বিশেষ যৌথ অভিযান চালিয়ে ৭০লিটার দেশীয় মদ সহ এক জনকে আটক করা হয়। বান্দরবান সদর থানার এসআই জিয়া পিবিএ’কে জানান ২৪ আগস্ট বান্দরবান সদরস্থ বান্দরবান-রাঙ্গামাটি সড়কের রোয়াংছড়ি বাসস্টেন্ড এলাকায় নির্মাণাধীন শিশুপার্কের সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আটককৃত ড্রাইভার সাইফুল ইসলামের শিকারোক্তি অনুযায়ী ২৫ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে বান্দরবান অতিরিক্ত চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল্লা আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার জনাব কামরুজ্জামান, বান্দরবান সদর থানার ওসি( তদন্ত) জনাব, এনামুল হক ভুইয়া,এস আই জিয়া সহ যৌথভাবে বিশেষ অভিযান চালিয়ে বান্দরবান সদরস্থ ক্যাং মোড় থেকে ৭০ লিটার দেশীয় মদ সহ আনাই মং (৫২) নামে এক মহিলাকে আটক করেন।

স্থানীয় সুত্রে জানাযায় আনাই মং(বুলুর মা/লম্বুনী) দীর্ঘ সময় ধরে ক্যাং মোড় এলাকায় দেশীয় মদের ব্যাবসা করে আসছিলেন। ড্রাইভার পেশার লোকজন তার প্রধান খরিদ্দার ছিলেন। তার কারনে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে সমাজ তেমনি মদ্যপদের পরিবার।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) জনাব এনামূল হক ভুইয়াপ ঘটনার সত্যতা নিশ্চিত করে পিবিএকে জানান উদ্ধার কৃত মদ ও আটক কৃত আনাই মং থানা হেফাজতে আছে। আইনানুক ব্যাবস্থা গ্রহন শেষে মহামান্য আদালতে সোপর্দ করা হবে।

পিবিএ/নয়ন চক্রবর্তী/জেডআই

আরও পড়ুন...