গাঙ্গুলিকে ছাড়িয়ে গেলেন কোহলি

পিবিএ স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিকে ৩১৮ রানের বড় ব্যবধানে হারিয়ে অধিনায়ক বিরাট কোহলি ছাড়িয়ে গেলেন সৌরভ গাঙ্গুলিকে। এন্টিগুয়াতে ওয়েস্ট ইন্ডিজকে ৩১৮ রানের ব্যবধানে হারানোর মধ্য দিয়ে বিদেশের মাটিতে সবচেয়ে বড় জয় পেয়েছেন। আর এই জয়ের মাধ্যমে সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকে ছাড়িয়ে গেছেন তিনি।

বিদেশের মাটিতে ভারতীয় অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয় এখন কোহলির দখলে। আজকের ম্যাচটির আগে গাঙ্গুলি আর কোহলি সমান সমান অবস্থানে ছিলেন।

এছাড়া এই জয়ের মাধ্যমে আরেক সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকেও স্পর্শ করেছেন কোহলি। ভারতীয় অধিনায়ক হিসেবে ২৭তম টেস্ট জয়ের মাধ্যমে এখন ধোনির পাশেই দাঁড়িয়ে আছেন ভারতীয় ক্রিকেটের এই বরপুত্র। আর মাত্র একটি টেস্ট জিতলেই অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের রেকর্ডটিও তার দখলে থাকবে।

এর আগে এন্টিগুয়া টেস্টের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৪১৯ রানের বিশাল লক্ষ্য দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১০০ রানেই গুটিয়ে যায় উইন্ডিজরা। ম্যাচে জাসপ্রিত বুমরা আট ওভার বল করে মাত্র ৭ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন!

পিবিএ/বাখ

আরও পড়ুন...