পিবিএ ডেস্ক: নানা কারণে আলোচিত ইংল্যান্ড নারী ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান সারাহ টেলর। বছর কয়েক আগে পুরুষদের ক্রিকেটে নাম লিখিয়ে প্রথম আলোচনায় আসেন তিনি। এবার নতুন করে আলোচিত হয়েছেন তিনি, অল্প কয়েকদিনের ব্যবধানে ইনস্টাগ্রামে দুটি নগ্ন ছবি পোস্ট করেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।
নারী স্বাস্থ্য নিয়ে কাজ করা ইউকে ওমেন্স হেলথ ম্যাগাজিনের জন্য নগ্ন তুলেছিলেন সারাহ। নারীরা নিজেদের শরীর নিয়ে যেন গর্বিত হন এটি ছিল তার উদ্দেশ্য। কিন্তু হঠাৎ করে ইন্সটাগ্রামে ছবিটি পোস্ট করে তিনি আলোচনায় আসেন। আর কয়েকদিনের ব্যবধানে আরো একটি নগ্ন ছবি পোস্ট করে সবাইকে অবাক করে দেন তিনি। এ ব্যাপারে সারাহ বলেন, ‘শুরুতে নগ্ন ছবি তোলার জন্য কিছুটা অস্বস্তি বোধ করছিলাম। কিন্তু যখন জানলাম নারীদের স্বাস্থ্য নিয়ে কাজ করছে তারা, তখন তাতে রাজি হলাম।
পিবিএ/বিএইচ