পিবিএ ডেস্ক: বাবার যৌন লালসার হাত থেকে রেহাই পেল না মেয়ে। সম্প্রতি এমনই একটি পৈশাচিক ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যে। সংবাদমাধ্যম নিউজ১৮ এক প্রতিবেদনে জানায়, মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। শুধু তাই নয়, ধর্ষণের কারণে গর্ভবতী হয়ে পড়েছে মেয়েটি। ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘ আট মাস পর পুলিশ তদন্ত শেষ করে অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। পুলিশ আরো জানায়, তদন্তে এত বেশি সময় লাগার মূল কারণ হচ্ছে, সব জেনেও পরিবারের সদস্যরা পুলিশকে তদন্তে সহযোগিতা করছিল না। বরং তারা পুরো বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। এমনকি এক সময় তারা গ্রাম ছেড়ে পালিয়েও গিয়েছিল।
গত বছর অক্টোবর মাসে এক নাবালিকাকে ধর্ষণের ঘটনা জানতে পারে পুলিশ। কিন্তু মেয়েটির পরিবার এই বিষয়ে কোনো তদন্ত বা পদক্ষেপ নিতে নারাজ ছিল। তবে রাজস্থানের স্বরাষ্ট্র সচিব বিষয়টি জানতে পেরে পুলিশকে ঘটনাটি তদন্তের নির্দেশ দিলে মামলা দায়ের করা হয়।
পিবিএ/বিএইচ