পিবিএ: একাধিকবার ঢাকাই ছবিতে অভিনয় করেছেন তিনি। সর্বশেষ মোস্তফা কামাল রাজের ‘যদি একদিন’ সিনেমাতে দেখা গেছে তাকে। সম্প্রতি এ অভিনেত্রী ‘বিক্ষোভ’ নামের একটি বাংলাদেশি চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। এটি নির্মাণ করছেন শামীম আহমেদ রনি। কিছুদিন আগে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার সঙ্গে কলকাতায় এ ছবির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন শ্রাবন্তী। জানা গেছে, ঢাকার রাজপথে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে উপজীব্য করে ‘বিক্ষোভ’ নির্মিত হচ্ছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুটিংয়ে অংশ নেবেন শ্রাবন্তী। এ ছবির একটি আইটেম গানের জন্য বলিউড তারকা সানি লিওনও চুক্তিবদ্ধ হয়েছেন।
এ ছাড়া এ ছবিতে অভিনয় করবেন কলকাতার আরেক জনপ্রিয় অভিনেতা রজতাভ দত্ত। তিনি এর আগে অঙ্গার, বসগিরি, গাদ্দার, বাদশাসহ বেশ কয়েকটি ঢালিউড ছবিতে অভিনয় করেছেন। এ অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেপ্টেম্বর থেকে শুটিংয়ে যোগদানের বিষয়টিও নিশ্চিত করেছেন।
এদিকে, কলকাতার মডেল-অভিনেত্রী পায়েল মুখার্জি যুক্ত হয়েছেন ‘গন্ডি’ নামের একটি ঢাকাই ছবিতে। এটি পরিচালনা করছেন ফখরুল আরেফিন খান। পায়েল এর আগে বাংলাদেশের ‘ক্যাপ্টেন খান’ সিনেমায় অভিনয় করেছেন। মডেল হয়েছেন মিউজিক ভিডিওতেও। এই ছবিতে অভিনয় করবেন কলকাতার আরেক গুণী অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে ‘গন্ডি’ সিনেমার শেষ লটের শুটিং। আর এই শুটিংয়ে যোগ দিতে ১ সেপ্টেম্বর ঢাকায় আসবেন সব্যসাচী চক্রবর্তী। ১০ সেপ্টেম্বর ঢাকায় আসবেন পায়েল মুখার্জি। শুটিং হবে উত্তরা, বসুন্ধরা, বারিধারা, গুলশান ও বিএফডিসিতে। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের শুরুতে মুক্তি পাবে ছবিটি।
দীর্ঘ নয় বছর পর আবারো ঢাকাই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন কলকাতার হার্টথ্রব নায়িকা স্বস্তিকা মুখার্জি। নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন পারভেজ আমিন। এ তথ্য নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। জানা গেছে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার হতে যাচ্ছে ছবিটি। আগামী জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। এর আগে ২০১০ সালে ঢাকাই সিনেমায় শাকিব খানের বিপরীতে ‘সবার উপরে প্রেম’ ছবিতে অভিনয় করেছিলেন এ অভিনেত্রী।
কলকাতার অভিনয় শিল্পীদের মধ্যে পরমব্রত নিয়মিত বাংলাদেশের স্থানীয় সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। বর্তমানে বাংলাদেশের ‘রকস্টার’ ছবিতে কাজ করছেন তিনি। অন্যদিকে যৌথ প্রযোজনার বদৌলতে ঢাকাই ছবিতে অভিনয়ের স্বাদ পেয়েছেন জিৎ, অঙ্কুশ, শুভশ্রীসহ আরও অনেকে।
পিবিএ/এমআই