আগামী মাসেই মুক্তি পাচ্ছে ‘মায়াবতী’

 


পিবিএ: টিভি ও চলচ্চিত্রের আলোকিত মুখ। তবে আপাতত চলচ্চিত্র নিয়েই বেশি ব্যস্ত তিনি। কেবলমাত্র বিশেষ দিবসেই দুয়েকটা টিভি নাটকে অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার কোরবানি ঈদে কয়েকটি নাটকে দেখা গেছে তাকে। আগামী মাসেই মুক্তি পাচ্ছে তার নতুন চলচ্চিত্র ‘মায়াবতী’।

কোরবানির ঈদের একাধিক কাজ শেষে দীর্ঘ বিরতির ছুটি কাটিয়ে আবার নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। পরিবারের সময় দেয়ার পাশাপাশি টিভির সামনেও ঈদের প্রিয় নাটকগুলো দেখেছি। বেশ ভালো লেগেছে এবারের নাটকগুলো। বন্ধু-বান্ধবদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছি এখনও।

‘মায়াবতী’ প্রসঙ্গেঃ এটা আমার আরেকটি ভিন্ন ধারার কাজ। যদিও এখানে আমার উপস্থিতি বেশি নেই। তবে যতটুকু আছে, ওইটুকুই অনেক গুরুত্বপূর্ণ। আমি আমার সমস্ত মেধা দিয়ে চরিত্রটি ফুটিয়ে তুলেছি। ছবিটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার অফিসিয়াল পেজ থেকে ছবিটির ট্রিজার মুক্তি পেয়েছে। এই ছবিতে আমার সহকর্মী হিসেবে আছেন ইয়াশ রোহান। আশা করি ছবিটি দর্শকপ্রিয়তা লাভ করবে।

শনিবার বিকেলেঃ এটাও খুব সুন্দর একটি সিনেমা। ইতিমধ্যে মোস্তফা সরয়ার ফারুকী’র ‘শনিবার বিকেল’ দর্শকদের মধ্যমণি হয়ে আছে। দেশের বাইরে কয়েকটি দেশেও ছবিটি প্রদর্শিত হয়েছে। আশা করি খুব শিগগিরই দেশেও মুক্তি পাবে। কিছু জটিলতার কারণে ছবিটির মুক্তি প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই পেছানো হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে। এই ছবিতে আমার সহকর্মী হিসেবে আছেন জাহিদ হাসান।

চাওয়া পাওয়াঃ ছোটবেলা থেকেই অভিনয়কে ভালোবেসেই অভিনয় করে আসছি। প্রতিটি কাজেই চেষ্টা করি সাবলীল অভিনয়ের মাধ্যমে চরিত্রের ভেতর ডুবে যেতে। কোনো কোনো কাজ নিয়ে যদি অতৃপ্তিবোধ করি, সঙ্গে সঙ্গে মনিটরে দেখে শর্টটি আবার দেয়ার চেষ্টা করি। আমি যে কাজ করি তা নিজের মনে করে করি।

কারণ আমি আমার অভিনয় দিয়ে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে চাই। এটাই আমার অভিনয় জীবনে বড় চাওয়া।

ছোট পর্দা থেকে বড় পর্দায়ঃ আমার ব্যক্তিগত মতামত হলো ছোটপর্দা আর বড়পর্দা বলতে কিছু নেই। একজন অভিনেতা আর অভিনেত্রীর মূল বিষয় হলো তার অভিনয়। উন্নয়নশীল দেশে মানুষ আর আগের মতো নেই। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা অনেক এগিয়ে। শিল্পী নয়, দর্শক এখন দেখে শিল্পীর অভিনয়। ছোটপর্দার এমন অনেক অভিনয় শিল্পী আছেন, যারা বড়পর্দায় গিয়ে ব্যাপক সফল হয়েছেন। আসলে এক কথায় আমরা সবাই এক একটি পরিবার।

পিবিএ/এমআই

আরও পড়ুন...