পাবনায় বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

পিবিএ,পাবনা: পাবনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১০ জানুয়ারি সকালে পাবিপ্রবিতে র‌্যালি ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো: আনোয়ারুল ইসলাম এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজের উপস্থিতিতে র‌্যালিতে অংশগ্রহন করেন অতিরিক্ত রেজিস্ট্রার , বিভিন্ন অনুষদীয় ডিন, বিভিন্ন হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, প্রক্টর , বিভিন্ন অফিস প্রধানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।
এদিকে সুজানগরে উপজেলা আ’লীগের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। সকালে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে হাসপাতাল গেট থেকে হোন্ডা শোভাযাত্রা বের হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
দিবসটি পালন উপলক্ষে সাঁথিয়া উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনাসভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়। দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার। বক্তব্য দেন,আ’লীগ নেতা রবিউল করিম হিরু, মেয়র মিরাজুর ইসলাম প্রামানিক, আব্দুল জলিল,আবুল কাশেম, মাহবুবুল হক বাচ্চু, অধ্যাপক আশরাফুল আলম মজনু কৃষকলীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, শফিকুল ইসলাম রঞ্জু, ছাত্রনেতা শামসুল আলম স্বপন ,সানাউল্লাহ প্রমুখ। আলোচনাসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পিবিএ/এআইজে/ইএইচকে

আরও পড়ুন...