পিবিএ স্পোর্টস ডেস্ক: কখনো কখনো বয়স মানুষকে দাবিয়ে রাখতে পারে না। ইচ্ছা শক্তির উপর ভর করে বয়সকেও হারিয়ে মানিয়ে দেয়ার ঘটনা দেখছে জগৎ জুড়ে। এমনই একটি ঘটনা ঘটে গেলো ক্রিকেট দুনিয়ায়। ৮৫ বছর বয়সে ক্রিকেট খেলা থেকে অবসর নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সিসিল রাইট।
সাধারণত ৪০ এর বেশি বয়স হলেই ক্রিকেট খেলাকে বিদায় বলেন ক্রিকেটাররা। জাতীয় দলে না খেললেও আরো কয়েক বছর বিভিন্ন ঘরোয়া লিগ কিংবা ফ্র্যাঞ্চাইজিগুলোতে খেলে ২২ গজের লড়াইকে বিদায় বলে দেন ক্রিকেটাররা। এরপর বিভিন্ন পদে কোচিংয়ে সঙ্গে যুক্ত হতেই দেখা গিয়েছে ক্রিকেটারারদের। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি ৮৫ বছরের ক্রিকেটার এখনো মাঠে দিব্যি খেলে যাচ্ছিলেন। অবশেষে ৮৫ বছর বয়সে এসে ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের সিসিল রাইট।
সিসিল রাইট ১৫ বছর বয়সে ক্রিকেট খেলা শুরু করেছিলেন। অবশেষে তিনি খেলোয়াড়ি জীবনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমান সময়ের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ এই ক্রিকেটার খেলে থাকেন পেনি লিগে, আপারমিলের দ্বিতীয় দলের হয়ে। আগামী ৭ সেপ্টেম্বর স্প্রিং হেডের বিপক্ষে ম্যাচ খেলেই তিনি অবসর গ্রহণ করবেন।
অবাক করা ব্যাপার সিসিল একজন পেসার এবং অবসরের আগপর্যন্ত লম্বা রানার্সআপে পেস বোলিংও করে যাচ্ছেন স্বাভাবিকভাবে। লম্বা ক্যারিয়ারে ৭ হাজারেরও বেশি উইকেট শিকার করেছেন তিনি। ক্রীড়া বিশ্বে তার মতো বয়স্ক খেলোয়াড় আছেন আর দুজন। ৮৩ বছর বয়সী গলফার গ্যারি প্লেয়ার ও ৭৮ বছর বয়সী ঘোড়দৌড় খেলোয়াড় হিরোশি হোকেতসু যারা কিনা তার চেয়েও বয়সে ছোট!
ক্যারিয়ার লম্বা হওয়ার পেছনে নিজের ফিটনেসের অবদান দেখছেন সিসিল। তিনি বলেন, ‘আমি যদি জানতাম আমার লম্বা ক্যারিয়ারের রহস্য। কিন্তু আমি তা জানি না। সত্যি হলো যা পাই তাই খাই, কিন্তু আমি পান করি না। তবে মাঝে মাঝে একটু বিয়ার পান করি। আর আমি সবসময় ফিট থাকার চেষ্টা করি। ইদানীং যদিও বয়সের অজুহাতে মাঝে মাঝে অনুশীলনে আসি না। ব্যথা থেকে বাঁচার জন্য সাহায্য নেই। আমি বসে থেকে টিভি দেখতে পছন্দ করি না। এর চেয়ে হাঁটা বা গ্যারেজে কাজ করাই ভালো।’
পিবিএ/বাখ