বাংলাদেশ -শ্রীলংকা বিমান বাহিনী দলের মধ্যে ওয়াটার পোলো ম্যাচ অনুষ্ঠিত


পিবিএ ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী দল ও শ্রীলংকা বিমান বাহিনী দলের মধ্যে প্রীতি ওয়াটার পোলো ম্যাচ আজ বুধবার বনানীর আর্মি সুইমিং কমপ্লেক্স অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা নির্ধারিত
সময়ে সমতা থাকায় টাইব্রেকারে ৩-১ গোলে শ্রীলংকা বিমান বাহিনী দল বাংলাদেশ বিমান বাহিনী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল এ কে এম আহ্সানুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলা প্রত্যক্ষ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, শ্রীলংকা বিমান বাহিনীর ওয়াটার পোলো দলটি গত ২৫ আগস্ট ২০১৯ তারিখে বাংলাদেশে সফরে আসে। এই সফরের মাধ্যমে দুই দেশের বিমান বাহিনীর মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...