পিবিএ,পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের ৪ ঘন্টা পর মাসুদ (৮) নামে দ্বিতীয় শেণীর এক স্কুল ছাত্রের খাল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাউদখালী এলাকার একটি খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাসুদ ঐ গ্রামের মনির জোমাদ্দারের ছেলে। পারিবারিক শত্রুতা বশত যেকেউ শিশুটিকে ঢেলে খালে ফেলে দিয়েছে বলে অভিযোগ নিহতের পিতার। এ ঘটনায় খবর পেয়ে বিকালে এএসপি আহমদ মাইনুল হাচান ঘটনাস্থল পরিদর্শণ করেন।
নিহত শিশুটির পিতা মনির জোমাদ্দার পিবিএ’কে জানান, আনছার জোমাদ্দার আমাদের বাড়ির পাশে একটি খালে মাছ ধরার জন্য নিয়মিত বাঁধা জাল পাতে।
আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে বাড়ির নিকটে সাউদখালী বাজার থেকে আনছার জোমাদ্দারের পিছে পিছে আমার ছেলে মাসুদ খালের পাড় দিয়ে বাড়ি ফিরছিল। এরপর থেকে আমার ছেলেকে অনেক খুঁজাখুজির পর দুপুর আড়াইটার দিকে স্থানীয়রা বাঁধা জালের মধ্যে মরদেহ ভাসতে দেখে। পরে থানা পুলিশকে খবর দিলে বিকাল সাড়ে তিনটার দিকে আমার ছেলের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে শিশুটি সাতাঁর জানতো বলে জানান তার পিতা।
ইন্দুরকানী থানার ওসি মোঃ হাবিবুর রহমান জানান, খাল থেকে মাসুদ নামে ৮ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য শিশুটির মরদেহ পিরোজপুর মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
পিবিএ/দিবাকর দত্ত পুলিন/এমএসএম