পিবিএ স্পোর্টস ডেস্ক: সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন শ্রীলঙ্কার ক্রিকেটার অজন্তা মেন্ডিস। রহস্যময়ী এই স্পিনার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুইবার ৬ উইকেট নেওয়া একমাত্র বোলার। ৩৪ বছর বয়সে হঠাৎ করেই এই সিদ্বান্ত নিয়েছেন মেন্ডিস।
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মেন্ডিসের। জাতীয় দলের হয়ে তার সেরা পারফরম্যান্স সে বছরই এশিয়া কাপের ফাইনালে। ভারতের বিপক্ষে মাত্র ১৩ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট। ওয়ানডের পর একই বছর টেস্ট যাত্রা হয় ভারতের বিপক্ষে। ভারতের বিপক্ষে ৩ টেস্টে তার অর্জন ২৩ উইকেট। ক্রিকেটের তিন ফরম্যাটেই ৬ উইকেট নেওয়ার রেকর্ডটি রয়েছেন মেন্ডিসের।
নিজের সেরা সময়ে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ৫০ উইকেট নিয়েছিলেন মেন্ডিস। তবে যতটা ঝলক নিয়ে আবির্ভাব হয়েছিলো পরবর্তীতে ততটা সাড়া ফেলতে পারেননি ।
২০০৯ এবং ২০১২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার জার্সিতে খেলেন তিনি। ২০১৫ সালের ডিসেম্বরে শ্রীলংকার জার্সিতে শেষবার মাঠে নামেন তিনি। দেশের হয়ে ১৯ টেস্টে খেলে ৭০ উইকেট মেন্ডিসের । আর ৮৭টি ওয়ানডেতে ১৫২ উইকেট। ৩৯টি টোয়েন্টিতে ৬৬ উইকেটের মালিক মেন্ডিস।
পিবিএ/বাখ