পিবিএ ডেস্ক: জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার সকাল থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হলে ৮ লাখ ৪৭হাজার লোককে নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে। জাপানের আবহাওয়া সংস্থা ‘অভূতপূর্ব বর্ষণ’ বলে অভিহিত করেছে। এ ঘটনায় দু’জন মারা গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে, তাদের মধ্যে একজন নারী সাগা অঞ্চলে পানিতে তার গাড়ি ডুবে যাওয়ায় মারা যান। দ্য জাপান টাইমস
সাগা প্রিফেকচারে, কিউশু অঞ্চল, সাগা স্টেশন ও নাগাসাকি প্রদেশগুলো পানিতে ডুবে গেছে এবং টেকো শহরে ভূমিধসের ঘটনা ঘটেছে। এছাড়াও ওগি এবং ইমারীর নদীর পানি উপচে পড়ে আশেপাশের ক্ষেত খামার ডুবে গেছে।
জাপানের কিউশু স্টেশনের কয়েকটি সেবা বন্ধ রাখা হলে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা যায়। দেশটির আবহাওয়া সংস্থা কিউশুর উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মহাবিপর্যয়ের সম্ভাবনায় সর্বোচ্চ সতর্কতা জারি করে। তবে বিকেলে এই সতর্কতা প্রত্যাহার করেছে।
প্রবল বর্ষণে প্রয়োজনে ওই অঞ্চলের ১০ লাখের বেশি লোককে সরিয়ে নেয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষ লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ ও সতর্কবার্তা জারি করলেও তা বাধ্যতামূলক নয়।
দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, তারা ইতোমধ্যে সাগা অঞ্চলের অনেক বাড়ি বন্যা কবলিত হওয়ার খবর পেয়ে সেথানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
পিবিএ/এমএসএম