পিবিএ: রানাঘাটের রানু মণ্ডল এখন ভারতবিখ্যাত। তার কণ্ঠে মাতোয়ারা এখন গোটা বলিউড। হিমেশ রেশমিয়া তাকে দিয়ে ‘তেরি মেরি কাহানি’ গাইয়েছেন। শোনা গিয়েছেন, ভাইজান সলমনও নাকি মজেছেন রানুর সুরের জাদুতে। তিনি নাকি ‘দাবাং ৩’ ছবিতে তাকে দিয়ে গান গাওয়াতে চান। রানুকে নাকি ৫৫ লক্ষ টাকার বাড়ি উপহার দিয়েছেন তিনি। সেসব কি সত্যি? সত্যিই কি রানুকে মুম্বইয়ের অভিজাত এলাকায় বাড়ি উপহার দিয়েছে সলমন? ফাঁস হল তথ্য।
দিন দুই আগে খবরে প্রকাশ পেয়েছিল, বিলাসবহুল সেই ফ্ল্যাটের দামও নেহাত কম নয়। জাতীয় স্তরের এক সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী রানুকে উপহার দেওয়া মুম্বইয়ের সেই ফ্ল্যাটের দাম ৫৫ লক্ষ টাকা। কিন্তু সূত্রের খবর, সলমন নাকি গোটা বিষয়টাই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এমন কোনও ঘটনা নাকি ঘটেইনি বলে জানিয়েছেন ভাইজান। তিনি বলেছেন, রানু মণ্ডলকে কোনও বাড়ি তিনি উপহার দেননি। এমনকী ‘দাবাং ৩’ ছবিতে যে প্লেব্যাক করার খবর প্রকাশ্যে এসেছেন, তাও নাকি সত্যি নয়।
তবে এসব নিয়ে বোধহয় এখন ভাবিত নন রানাঘাটের রানু। তার কণ্ঠে ‘তেরি মেরি কাহানি’র সফর এখন মোবাইলে মোবাইলে। সে গ্রামবাংলা হোক কিংবা শহর। কারণ, সেই মহিলা কণ্ঠ মাতিয়েছে আট থেকে আশি সবাইকে। চায়ের ঠেক, সবজি-বাজার থেকে সেলুন, পাড়ার মোড়ের আড্ডা , রানুদির চর্চা এখন সর্বত্র। সদ্য হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে মুম্বই থেকে ফিরেছেন তিনি। স্বাভাবিকভাবেই এরাজ্যের লোক তাকে ছাড়বে কেন? তাই নবদ্বীপের একটি অনুষ্ঠানে তাকে আবার গাইতে হল ‘তেরি মেরি কাহানি’। সেই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে ভক্তদের খ্যাতির স্বাদ পেয়ে রানুর মধ্যে পরিবর্তন এসেছে। অতীন্দ্র চক্রবর্তী নামে যেই ব্যক্তির দৌলতে রানাঘাট স্টেশন থেকে মুম্বইয়ে হিমেশের রেকর্ডিং স্টুডিও অবধি পৌঁছলেন, সেই সহৃদয় ব্যক্তিকেই ‘ভগবানের চাকর’ বলে ভক্তদের রোষানলে পড়েছেন রানু মারিয়া মণ্ডল। বাংলার রানুকে নিয়ে গর্বের পাশাপাশি এমন মন্তব্য শুনে অনেকেই কিন্তু ‘অকৃতজ্ঞ’ আখ্যা দিয়ে তার বিরুদ্ধে রাগে ফুটছেন।
পিবিএ/এমআই