বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে: শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান

পিবিএ ,ঢাকা:শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করার বিষয়টিকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাদ্ধ না রেখে তার আদর্শকে ধারণ করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধুর দর্শন ছড়িয়ে দিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করলে তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন করা হবে। উপমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অডিটরিয়ামে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নিয়ে একথা বলেন।
মহিবুল হাসান চৌধুরী বলেন শেখ মুজিবকে হারিয়ে এদেশ পথ হারিয়েছিল কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন করে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন বঙ্গবন্ধু সব সময় তরুণদের দক্ষতাভিত্তিক শিক্ষায় শিক্ষিত হতে বলেছেন কেননা তিনি চেয়েছিলেন দেশের মানুষকে মানব সম্পদে পরিণত করতে। উপমন্ত্রী বলেন বাংলাদেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করার ক্ষেত্রে কারিগরি শিক্ষা হতে পারে অন্যতম হাতিয়ার।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সোহরাব হোসাইন এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুনশী শাহাবুদ্দীন আহমেদ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক রওনক মাহমুদ।

পিবিএ/বাখ

আরও পড়ুন...