ঢাকা মেডিকেলে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু

mosquito-_PBA

পিবিএ,ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মুন্নী বেগম (৫২) নামে আরও এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ আগস্ট) সকালে হাসপাতালটির মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

বাচ্চু মিয়া বলেন,‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মুন্নী বেগমের মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে তার লাশ স্বজনরা নিয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘মুন্নী বেগম কেরানীগঞ্জের খোলামোড়াবাড়ী এলাকায় থাকতেন। তার স্বামীর মো. আলী আশরাফ। সংসারে তাদের ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে।’

মুন্নী বেগমের ছেলে মো. ইমরান হোসেন বলেন, ‘বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছিলেন আমার মা। গত ২৮ আগস্ট দুপুরে তাকে হাসপাতালে ভর্তি করি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ডেঙ্গু রোগ শনাক্ত হয়। শুক্রবার (৩০ আগস্ট) সকাল পৌনে ৯ টায় চিকিৎসাধীন অবস্তায় তিনি মারা যান।’

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় (২৯ আগস্ট সকাল ৮টা থেকে ৩০ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত ৮৪ জন নতুন রোগী ভর্তি হয়েছে।
গত ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মোট ৬ হাজার ২৩১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে। এরমধ্যে ৫ হাজার ৭৩৯ জন সুস্থ্ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ঢামেকে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে ৪৬৯ জন।

এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১৮০ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতর। ৮৮জনের মৃত্যু পর্যালোচনা করে ডেঙ্গু জনিত কারণে ৫২ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে অধিদফতরের ডেথ রিভিউ কমিটি।

এরমধ্যে শুধু ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরমধ্যে ৮ জনের বিষয়ে পর্যালোচনা করে ডেঙ্গুজনিত কারণে ৩ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতরের ডেথ রিভিউ কমিটি।

তবে, ঢামেকে এই পর্যন্ত কতজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনও তথ্য দিতে রাজি হয়নি।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...