পিবিএ ডেস্ক: সাত বছর ধরে বলিউডে চেষ্টা করার পরেও ছবিতে কাজ না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন পার্ল পাঞ্জাবি নামে ওই অভিনেত্রী। বৃহস্পতিবার রাতে ভারতের মুম্বাইয়ের ওশিওয়ারায় তাঁর ফ্ল্যাটে মায়ের সঙ্গে ঝগড়ার পরেই আত্মঘাতী হন পার্ল। এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন বছর বাইশ-তেইশের অভিনেত্রী।
বিপিন ঠাকুর নামে ওই ভবনের নিরাপত্তারক্ষী পুলিশকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ১২.১৫টা থেকে ১২.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে। পার্লের চারতলার ফ্ল্যাট থেকে চেঁচামেচির আওয়াজ আসছিল। এর কিছুক্ষণ পরেই পার্লের দেহ নিচে পড়ার শব্দ পেয়ে ছুটে যান তিনি।
পার্লের বন্ধুমহলের দাবি, সিনেমায় নায়িকা হওয়ার ইচ্ছেয় হাতেখড়ি হিসেবে ছোট থেকেই মডেলিং করতেন পার্ল। গত সাত বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির ছোট-বড় সব রকমের প্রযোজক-পরিচালকদের সঙ্গে নিয়মিত দেখা করতে যেতেন ওই তরুণী। অডিশনও দিতেন প্রচুর। কিন্তু কোথাও ভাল কাজের সুযোগ পাচ্ছিলেন না। নায়িকা করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে বহু ব্যক্তি তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন। কুপ্রস্তাবও দিতেন। পার্ল কাজ পেতে এতটাই মরিয়া ছিলেন যে শেষের দিকে তিনি বিপদ বুঝেও নানা পরিচালকের ডাকে রাতের শুটিং ফ্লোরে হাজিরও হয়ে যেতেন। তবে সম্প্রতি এসব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছিলেন পার্ল। বন্ধুদের দাবি, এক মডেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর আরও মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েন পার্ল।
মুম্বাই পুলিশের এক অফিসার জানায়, পার্লের মতোই বহু উঠতি অভিনেতা-অভিনেত্রী হিন্দি সিনেমায় সুযোগ পাওয়ার চেষ্টা করে যাচ্ছেন। রোজই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা বলিউডে কাজ করার স্বপ্ন নিয়ে মুম্বই আসছেন। কিন্তু বেশিরভাগেরই ভাগ্যে শিকে ছেঁড়ে না। অনেকেই প্রচুর পরিশ্রম করেন। তারপর অবসাদে ভুগতে শুরু করেন। তার জেরে আত্মহত্যার ঘটনাও মুম্বইয়ে ঘটছে আকছার। রুপোলি পর্দায় মুখ দেখানোর নেশায় পার্লও খুব বিচলিত ছিলেন। আর্থিকভাবে দুর্বলও হয়ে পড়ছিলেন। নানা কারণে মায়ের সঙ্গে দুর্ব্যবহার করতেন। প্রায়ই তাঁদের ঝগড়া লাগত। আত্মহত্যার কারণ খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত করছে। পার্লের ঘর থেকে কোনও সুইসাইড নোট মেলেনি।
বলিউডে কাজের স্বপ্ন নিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কম বয়সি ছেলেমেয়েদের বাড়ি থেকে পালিয়ে মুম্বই আসার ঘটনার কথাও এদিন জানিয়েছে ওশিয়ারার পুলিশ। অনেক নাবালক-নাবালিকাকে বুঝিয়ে ফের বাড়ি ফেরানোর অভিজ্ঞতার কথাও শেয়ার করে তারা।
পিবিএ/জেডআই