স্টিভ স্মিথের খেলা প্রায়ই অনিশ্চিত

পিবিএ ডেস্ক: কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক স্টিভ স্মিথের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা প্রায়ই অনিশ্চিত হয়ে পড়েছে । কনুইয়ের চোটে পড়ে অনিশ্চিত হয়ে পড়েছে তার খেলা।

এবারের আসরে দুটি ম্যাচ খেলেছেন গলফার এলবো চোটে ভোগা এই অজি খেলোয়ার। টেনিস এলবো চোটে পড়ে দেশে ফিরতে হচ্ছে তাকে।

গতকাল রাত ১০টা ৩০ মিনিটের ফ্লাইটে নিজ দেশে ফিরে গেছেন তিনি। সব ঠিক থাকলে দুই এক দিনের মধ্যে ফিরতে পারেন এই খেলেয়াড়। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মিডিয়া ম্যানেজার খান নয়ন।

তিনি বলেন, ‘স্মিথের চোটটা কনুইয়ের ভেতরের অংশে। এটাকে টেনিস এলবো বলা হয়। ব্যথাটা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না স্মিথ। ব্যক্তিগত চিকিৎসককে দেখাতে দ্রুত অস্ট্রেলিয়ায় ফিরছেন। সেখানে এমআরআই করাবেন তিনি। যদি ফলাফল ভালো হয় তবে দুই একদিনের মধ্যে ফিরে আসবেন তিনি।’

তিনি আরও বলেন, ‘স্মিথের ইচ্ছে পুরো বিপিএলে খেলবে। নিজের চিকিৎসকের সঙ্গে দেখা করে ও দ্রুত ফিরবেন বিপিএলে, এমনটা কথা হয়েছে।’

পিবিএ/এসআই

আরও পড়ুন...