পিবিএ ডেস্কঃ “সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফাল্গুনী হাওয়াতে সব ভাল লাগছিল চন্দ্রিমা
খুব কাছে তোমাকে পাওয়াতে……………।।’’
মধুচন্দ্রিমায় গিয়ে আপনার সঙ্গীর বুকে মাথা রেখে গানটা গাইতেই পারেন। শুধু গান কেন, একসাথে হাত ধরে ঘোরা, এক প্লেটে খাবার খাওয়া, সমুদ্র হোক বা পাহাড় বা ছমছমে জঙ্গলে দুজন দুজনকে আস্টেপৃষ্টে জড়িয়ে ধরে সময় কাটানোই তো হল মধুচন্দ্রিমা। প্রেম-যৌনতা-বন্ধুত্বর সঠিক রসায়নই হল সফল মধুচন্দ্রিমা।বিয়ের পর নতুন জীবনে প্রবেশের আগে, আপনার সঙ্গীকে যতটা আপন করে নিতে পারবেন ততই আপনার লাভ। চলুন জেনে নিই, হট হনিমুনের সেক্সি টিপস সম্বন্ধে-
ব্যয়াম বা জিম করুনঃ নিজের শরীর কে আকর্ষণীয় আর স্লিম রাখতে শরীরচর্চা করা খুব জরুরী। তাই বিয়ের আগে থেকেই জিম জয়েন করুন বা বাড়িতেই ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন। বডি শেপ সুন্দর রাখা খুব জরুরী।
হালকা মেক আপ নিনঃ মধুচন্দ্রিমায় গিয়ে খুব বেশি চড়া মেকআপ নেবেন না।রাতে নাইট ক্রিম লাগাবেন। খুব জল খাবেন।ত্বকের জেল্লা যেন বজায় থাকে, তাঁর জন্য লাইট মেক আপ ই যথেষ্ট।তবে যাই করুন, চোখে কাজল আর ঠোঁটে লিপ বাম লাগাবেন। লিপস্টিক সবসময় লাগাবেন না। কারণ, লিপস্টিক চুম্বনের জন্য একদম ভাল নয়।বাইরে বেরনোর সময় সান্সস্ক্রিন অবশ্যই লাগাবেন সাথে সানগ্লাসও রাখবেন।
আরামদায়ক ড্রেস পড়ুনঃ এমন ড্রেস পরবেন না যা আপনার মনের আত্মবিস্বাসকে নড়বড়ে করে দেয়। হনিমুন মানেই যে সবসময় শর্ট ড্রেস পড়তে হবে, তাঁর কোন মানে নেই। হালকা সিফন শাড়ি তেও আপনি হয়ে উঠতে পারেন অনন্যা। তবে হনিমুনে গিয়ে সঙ্গীর ড্রেস চয়েসের উপর গুরুত্ব দিতে পারেন।
হাইজিন থাকুনঃ দিনে দু’বার ব্রাশ করবেন। স্নানের পর গায়ে ডিও লাগাবেন। বা মিষ্টি গন্ধের পাউডার।গায়ে পারলে অলিভ অয়েল মাসাজ করে নেবেন স্নানের একটু আগে। তবে স্কিনের উজ্জ্বলতা বজায় থাকবে। আন্ডার আর্ম, দাঁত, পরিষ্কার রাখবেন।শরীরের সব অঙ্গপ্রতঙ্গ পরিষ্কার রাখবেন।
অন্তর্বাসঃ যেই কারণে হনিমুনের আনন্দ দ্বিগুণ হয়, সেই মধু মাখা রাতের জন্য বাছুন আকর্ষণীয় অন্তর্বাস। আজকাল বিভিন্ন ধরনের সেক্সি অন্তর্বাস পাওয়া যায়। এক এক রাতে আলাদা আলাদা অন্তর্বাস পরুন। লাল আর কালো রং খুব আকর্ষণীয়।
দিনগুলো বানান দুষ্টু মিষ্টিঃ হনিমুনে গেলে শিথিল হলে চলবে না। সবসময় তরতাজা থাকতে হবে। সঙ্গীর খুব কাছাকাছি থাকুন সবসময়। সঙ্গীর সাথে আড্ডা দিন দুষ্টু কথা বলে। নিজেদের মধ্যে কথা বলে নিন নিজেদের সেক্সুয়াল লাইফ নিয়ে। একে অপরের যৌন ফ্যান্টাসি সম্বন্ধে আলোচনা করুন। দেখবেন রাত আরও মধুর হবে।
পিবিএ/এমআর