যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলা: নিহত ৫

পিবিএ ডেস্ক:যুক্তরাষ্ট্রে ফের বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত নিহত হয়েছে ৫ জন। ৩ পুলিশসহ আহত হয়েছে ২২ জন। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। মাত্র ৪ সপ্তাহ আগে ৩ আগস্ট যুক্তরাষ্ট্রের এল পাসোতে বন্দুধারীর গুলিতে প্রাণ হারান ২২ জন।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ডাক বিভাগের গাড়ি ছিনতাই করে নিয়ে যাচ্ছিল একাধিক বন্দুকধারী। এ সময় পুলিশ পিছু নিলে এলোপাতাড়ি গুলি ছুড়তে শুরু করে। যাতে ওই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ বলছে, সন্দেহভাজন এক হামলাকারী নিহত হয়েছে। আর কেউ জড়িত কিনা, সে বিষয়ে অনুসন্ধান করছেন তারা।
তবে প্রশাসনের ধারণা, হামলাকারী একজনই ছিল।

যুক্তরাষ্ট্রের নিয়মিতই বন্দুকধারীর গুলিবর্ষণে হত্যার ঘটনা ঘটে। প্রতি ভয়াবহ হত্যাকাণ্ডের পর অস্ত্র আইন কঠোর করার দাবি ওঠে। সমালোচনা হয় অস্ত্র আইন শিথিল করার পক্ষে কাজ করা সংগঠনগুলোর।

পিবিএ/বাখ

আরও পড়ুন...