বোয়ালমারীতে অস্তিত্বের সংকটে ভূগছে বিএনপি

পিবিএ, বোয়ালমারী: ফরিদপুরের বোয়ালমারীতে রাজনীতির মাঠে অস্তিত্বের সংকটে ভূগছে উপজেলা বিএনপি।

দলটির ৪১তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে কোন কর্মসূচী চোখে পড়েনি, এমনকি উপজেলা সদরে খুজে পাওয়া যায়নি দলটির কোন কার্যলয়। যে কারণে, উড়েনি জাতীয় ও দলীয় পতাকা।

অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল ছাড়া তেমন কোন কর্মসূচী পালন করেনি দলটির অন্যান্য অঙ্গসংগঠন। উপজেলা পর্যায়ে মূলদলের নাম দেখানো ঘরোয়া কর্মসূচী হতাশ করেছ দলটির তৃণমূলের নেতাকর্মীদের। এক সময় ভোটের মাঠে জোরালো প্রতিদ্বন্দীতা করলেও দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে কেবল মাত্র ওলামা দলের একটি র‌্যালী ও পথসভা চোখে পড়েছে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ রবিবার ১সেপ্টেম্বর দুপুরে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী ওলামাদল বোয়ালমারী চৌরাস্তা থেকে একটি র‌্যালী বের করে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাহার পেট্রোল পাম্পের সামনে এক আলোচনা সভায় মিলিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ওলামাদলের যুগ্ম আহ্বায়ক ও ফরিদপুর জেলা ওলামাদলের সভাপতি ডা. শরিফুল ইসলাম শরীফ। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলনকে জোরদার করতে বিএনপিসহ সকল সহযোগী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি সৈয়দ মাহাবুবুর রশিদ হেলাল, কেন্দ্রীয় ওলামাদলের সদস্য মুন্সী সিরাজুল ইসলাম, বিএনপি নেতা শামসুদ্দিন ঠাকুর সূর্য, মোহসিন আলম চাঁন, মুফতি তৈয়বুর রহমান, যুবদল নেতা রোকনুজ্জামান বকুল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হোসেন সালেহ রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল ইসলাম, তুহিন আল মাহমুদ, ছাত্রদল নেতা মো. আয়ুব আলী, মো. মিনহাজ্ব মোল্যা, তারিকুল ইসলাম প্রমুখ।

পিবিএ/খান মোস্তাফিজুর রহমান সুমন/ইকে

আরও পড়ুন...