জামালপুরে বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

পিবিএ,জামালপুর: বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার দুপুরে শহরের ষ্টেশন বাজার রোড়ে দলীয় কার্যালয়ের সামনে গন সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি নেতা এডভোকেট গোলাম নবী, আনিসুর রহমান বিপ্লব, শফিউর রহমান সফি, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী, সাজ্জাদ হোসেন পল্টন, লোকমান আহমেদ খান লোটন, রুহুল আমিন মিলন, মাঈন উদ্দিন বাবুল, গোলাম রব্বানী প্রমূখ। প্রধান অতিথির বক্তৃতায় ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভয় পায়, সেই ভয় থেকে মিথ্যা মামলায় ফরমায়েশী রায় দিয়ে তাকে কারাগারে বন্দি করে রেখেছেন। খালেদা জিয়া কারাগারে বন্দি থাকায় গনতন্ত্র আজ বন্দি, সেই সাথে মানুষ বাক স্বাধীনতা হারিয়েছে।

রাজবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে গনতন্ত্রের মুক্তি মিলবে না, বাংলাদেশের মানুষের মুক্তি মিলবে না, তাই স্বৈরাচারী সরকারের হাত থেকে অবিলম্বে রাজবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া না হলে দুর্বার আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো হবে বলে হুসিয়ারী উচ্চারন করেন তিনি।
অপরদিকে জেলার মেলান্দহে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুলের সভাপতিত্বে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।

পিবিএ/মুকুল রানা/এমআই

আরও পড়ুন...