যবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 


পিবিএ ,যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেছেন, দেশকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে, নির্ভীক সাংবাদিকতার খুব প্রয়োজন। যাঁরা সত্য কথা বলবে, সত্য কথা লিখবে।আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে যবিপ্রবি সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন এসব কথা বলেন।যবিপ্রবির সাংবাদিক সমিতির সদস্যদের উদ্দেশ্যে অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, নির্ভয়ে চলতে শেখো। নির্ভীক হতে শেখো। সত্যের অনুসন্ধান করো। তাহলে নিজেকে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সমাজকে কিছু দিতে পারবে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে কোনো কিছু নিয়ে যদি লিখতে হয়, তাহলে সেই তথ্য আমরা সরবরাহ করব এবং সাংবাদিক সমিতিকে সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক সংবাদের বিশেষ প্রতিনিধি রুকুনউদ্দৌলাহ্ তাঁর ৫০ বছরের অধিককালের সাংবাদিকতা জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকতা সঠিকভাবে করতে হলে পড়তে হবে। পড়ার কোনো বিকল্প নেই। সাংবাদিকতার পেছনে সময় ব্যয় করতে হবে। নির্জীব বা আলস্য থাকলে কখনোই সুসাংবাদিক হওয়া যায় না। যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যদের কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হলে সার্বিক সহযোগিতা করারও আশ্বাস দেন।

আলোচনা সভায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মবিনুল ইসলাম মবিন। তিনি বলেন, আমার কাছে সাংবাদিকতার সংজ্ঞা হলো- সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। সাদাকে নীল কিংবা কালোকে লাল বলা কোনো সাংবাকিতা হতে পারে না। তিনিও তাঁর সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতার কথা নবীন সাংবাদিকদের সামনে তুলে ধরেন। একইসঙ্গে তিনি জানান, তাঁর সম্পাদিত দৈনিক গ্রামের কাগজের বিভিন্ন বিভাগে লেখা পাঠানো ও প্রকাশের সুযোগ রয়েছে, তাই যবিপ্রবি সাংবাদিক সমিতির সদস্যগণ এ সুযোগ গ্রহণ করতে পারে।

যবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল কবীর জাহিদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ মীর মোশাররফ হোসেন, জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ, যবিপ্রবি সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক মো. নাজমুল হোসাইন, সদস্য সজীবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো: মোসাব্বির হোসাইন।

এর আগে দুপুরে যবিপ্রবি সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা এসে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গিয়ে শেষ হয়। পওে বিশ্ববিদ্যালয়ের গ্যালারিতে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাটা হয় কেক। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক স্পন্দনের নির্বাহী সম্পাদক মাহবুব আলম লাবলু, দৈনিক ইত্তেফাকে যশোর প্রতিনিধি ফারাজি আহমেদ সাঈদ বুলবুল, দৈনিক লোকসমাজের প্রধান প্রতিবেদক সিকদার খালিদ, বাংলা ট্রিবিউনের যশোর প্রতিনিধি তৌহিদ জামান, দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় প্রমুখ।

পিবিএ/

আরও পড়ুন...