পুত্র সন্তানের বাবা হলেন রুবেল

পিবিএ,ঢাকা: তিন বছর আগে ইসরাত জাহানের সাথে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন জাতীয় দলের পেস বোলার রুবেল হোসাইন। তিন বছর সুখের দাম্পত্য জীবন কাটানোর পর তাদের ঘর জুড়ে এসেছে নতুন অতিথি।

আজ বিকেলে রুবেল সবার কাছে দোয়া চেয়ে ফেসবুকে লেখেন, ‘আলহামদুলিল্লাহ্‌। আল্লাহ্‌র অশেষ রহমতে পুত্র সন্তানের বাবা হলাম। বাচ্চা এবং মা উভয়ই সুস্থ আছে। সবাই দোয়া করবেন।’

সেপ্টেম্বরে বাবা হবেন এটা আগেই জানিয়েছিলেন রুবেল। আজকের দিনটির জন্য অপেক্ষার প্রহর গুনছিলেন তিনি। এ জন্য গত ঈদও তিনি ঢাকায় কাটিয়েছেন।

রুবেলের সতীর্থরা এখন ব্যস্ত আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ নিয়ে। এর পরেই আছে আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ। টেস্ট দলে রুবেল না থাকলেও তাকে দেখা যেতে পারে টি-টোয়েন্টিতে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...