তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করলেন বুমরাহ

পিবিএ ডেস্ক: টেস্ট ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে হ্যাটট্রিক করার কীর্তি গড়েছেন জাসপ্রিত বুমরাহ। শুধু টানা তিন বলে তিন উইকেট নিয়েই ক্ষান্ত হননি তিনি।

জ্যামাইকা টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের পতন হওয়া ৭ উইকেটের একটি বাদে সবকটি শিকার করেছেন এই পেসার। হনুমা বিহারির ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পর বুমরাহর বিধ্বংসী বোলিংয়ে স্যাবাইনা পার্কে চালকের আসন দখল করেছেন বিরাট কোহলিরা।

হনুমা বিহারীর সেঞ্চুরি (১২১) আর বিরাট কোহলি (৭৬), ইশান্ত শর্মা (৫৭) ও মায়াঙ্ক আগরওয়ালের ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ৪১৬ রান সংগ্রহ করে ভারত।

জবাবে ব্যাটিংয়ে নেমে বুমরাহর গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ফলোঅনের শঙ্কায় পড়েছে উইন্ডিজ।

রোববার জ্যামাইকা টেস্টের তৃতীয় দিনে মাত্র ৩৩ ওভারে ৮৭ রানে ৭ উইকেট হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত থেকে এখনও ৩২৯ রানে পিছিয়ে রয়েছে ক্যারিবীয়রা।

সংক্ষিপ্ত স্কোর

ভারত ১ম ইনিংস: ১৪০.১ ওভারে ৪১৬/১০ (বিহারী ১১১, কোহলি ৭৬, ইশান্ত ৫৭, মায়াঙ্ক ৫৫; হোল্ডার ৭৭/৫, কর্নওয়েল ১০৫/৩)

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ৩৩ ওভারে ৮৭/৭ (হিতমার ৩৪, হোল্ডার ১৮, ব্র্যাথওয়েট ১০; বুমরাহ ১৬/৬, শামি ১৯/১)।

পিবিএ/ইকে

আরও পড়ুন...