পিবিএ,কক্সবাজার : কক্সবাজারের মহেশখালীতে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে জলদস্যু মোঃ নুরুল কাদের রানা (৩৪) নিহত হয়েছে। সোমবার (২সেপ্টেম্বর) ভোরে এ অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র্যাব-৭) একটি অভিযানিক দল।
এ ঘটনায় ১টি বিদেশি পিস্তল, ৭টি দেশিয় আগ্নেয়াস্ত্র ও ৬৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, নিহত নুরুল কাদের সোমবার (২৬আগস্ট) নোয়াখালীর হাতিয়া উপজেলা সংলগ্ন বঙ্গোপসাগরে ‘এম ভি মা বাবার দোয়া ও এম ভি মাহিন’ নামক দুটি মাছ ধরার টলারে দুর্ধর্ষ ডাকাতির অন্যতম হোতা।
বিষয়টি নিশ্চিত করে ব্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাশকুর রহমান জানান, সোমবার ভোর রাতে কুখ্যাত জলদস্যু মো : নুরুল কাদের রানা ও তার সহযোগীদের সাথে কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন মাতারবাড়ি ইউনিয়নের চাইরার ডেইল এলাকার র্যাব-৭ এর টহল দলেরগুলিবিনিময়ের ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থল থেকে জলদস্যু মোঃ নুরুল কাদের রানার গুলিবিদ্ধ লাশ এবং ১টি বিদেশি পিস্তল, ৭টি দেশিয় আগ্নেয়াস্ত্র ও ৬৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পিবিএ/জেডআই