নোবিপ্রবিতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত-১০

পিবিএ,নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ফের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে দুই শিক্ষকসহ অন্তত ১০ জন আহত হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভাষাশহীদ আবদুস সালাম হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন হল বন্ধের নির্দেশ দেয়। পরে সোমবার ভোররাত চারটার দিকে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় ছাত্ররা হল ত্যাগ করেন।

এর আগে রোববার রাত ৮টা থেকে অন্তত দুই ঘণ্টা এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই শিক্ষকসহ অনন্ত ১০ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত প্রভোস্ট ফিরোজ আহমেদকে রাতেই ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া আহত বঙ্গবন্ধু মুজিব হলের সহকারী প্রভোস্ট ইকবাল হোসেন ও দুই ছাত্রসহ চারজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জানা যায়, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে গতকাল শনিবার রাতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রবিন ও সাধারণ সম্পাদক ধ্রুব এর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রোববার সন্ধ্যায় ছাত্রলীগের দুই পক্ষের সঙ্গে বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৈঠক চলাকালে রাত ৮টার দিকে দুই পক্ষের সমর্থকরা আবারও সংঘর্ষে জড়ায়। এসময় ককটেল বিস্ফোরণ, ভবনের কাচ ও কক্ষ ভাঙচুর করা হয়। এতে আহত হয় দুই শিক্ষকসহ ছাত্রলীগের দুই গ্রুপের অন্তত ১০ জন।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিদারুল আলম ভাষাশহীদ আবদুস সালাম হল বন্ধের সিদ্ধান্ত দেন।

পরে রাত দুইটার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভোররাত চারটার মধ্যে হল খালি করে দিতে বলা হয়। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে ভোররাত চারটার দিকে ছাত্রদের হল থেকে বের করে দেওয়া হয়।ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে জানিয়ে শহীদ আবদুস সালাম ছাত্র হলের প্রভোস্ট কাওসার হোসেন বলেন, ভোররাতে হল খালি হওয়ার পর ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। সোমবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হলে তল্লাশি চালানো হবে।

পিবিএ/মোঃ ইব্রাহিম/বিএইচ

আরও পড়ুন...