ক্যারিবীয়দের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে শীর্ষে ভারত

পিবিএ স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্টে ২৫৭ রানের বড় ব্যবধানে জিতে দুই ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছে ভারত। সেইসঙ্গে ১২০ পয়েন্ট পকেটে পুরে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে আছে কোহলির দল।

উইন্ডিজে এবার পূর্ণাঙ্গ সিরিজে সবগুলো ম্যাচে জিতে ফিরছে ভারত। প্রথমে তিন টি-টুয়েন্টির সিরিজে সবকটি জয়, পরে তিন ওয়ানডের সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাকি দুটি ম্যাচে জয়, শেষে দুই টেস্টের সিরিজে ২-০, আগাগোড়া সাফল্যের এক সিরিজ গেল কোহলি-রোহিতদের জন্য।

কিংস্টোনে সোমবার রাতে ৮ উইকেট হাতে নিয়ে নেমেছিল উইন্ডিজ। চতুর্থ ইনিংসে লক্ষ্য ৪৬৮ রানের। পুরো সিরিজে যে ভঙ্গুর ব্যাটিং প্রদর্শনী ছিল স্বাগতিকদের, তাতে দেখার ছিল শেষ ইনিংসটা কতদূর যায়।

সেটি গুটিয়ে যাওয়ার আগে ২১০ পর্যন্ত টেনে নিতে পেরেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে তারা তুলেছিল ১১৭ রান। ভারত সেখানে প্রথম ইনিংসে ৪১৬ তোলার পর দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬৮ করে ইনিংস ঘোষণা করেছিল।

বড় লক্ষ্য তাড়ায় নেমে আগেরদিন বিকেলেই ২ উইকেট খোয়ায় উইন্ডিজ। পরেরদিনে বুমরাহর বলে মাথায় আঘাত পাওয়া ড্যারেন ব্রাভো (২৩ রান) আহত অবসর নেন, আঘাতটা ছিল আগেরদিন পাওয়া। ব্যাটিংয়ে নেমেও এদিন চালিয়ে যেতে পারেননি। তার কনকাশন বদলি হিসেবে নেমে জারমেইন ব্লেকউড ৩৮ করেছেন।

বাকিদের মধ্যে ব্রুকস সর্বোচ্চ ৫০, অধিনায়ক হোল্ডার ৩৮ রান করে দুইশর ওপারে নেন দলীয় সংগ্রহ। প্রথম ইনিংসে ঝড় তুলে ৬ উইকেট নেয়া বুমরাহ এদিন নিতে পেরেছেন কেবল এক উইকেট। ৩টি করে উইকেট নিয়েছেন সামি ও জাদেজা, ২টি উইকেট গেছে ইশান্ত শর্মার দখলে। প্রথম ইনিংসে শতক আর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ফিফটি হাঁকানো হনুমা বিহারি হয়েছেন ম্যাচসেরা।

পিবিএ/বাখ

আরও পড়ুন...