অভিনয় করেই সবার মাঝে বেঁচে থাকতে চায় : ফজলুর রহমান বাবু

পিবিএ: নাটক ও চলচ্চিত্র অভিনয় নিয়েই সময় কাটান জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। বর্তমানে চাঁদপুরে নতুন একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন।

বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
কোরবানির ঈদের পর থেকেই নাটক ও চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছি। আজ গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায় ‘পাপ পুণ্য’ নামে একটি ছবির শুটিং করছি চাঁদপুরে। দারুণ একটি গল্প এটি। দর্শকদের ভালোলাগার অনেক কিছু থাকবে এ ছবিতে।

এ ছবির আগে আর কী কাজ করেছেন?

ঈদের পরপরই নতুন একটি ধারাবাহিক নাটকের প্রথম লটের শুটিং শেষ করেছি। নাটকটির নাম ঠিক করা হয়নি। এটি পরিচালনা করেছেন আল হাজেন। সাগর জাহানের প্রচারচলতি ধারাবাহিক ‘সোনার খাঁচা’র শেষ লটের শুটিংও শেষ করেছি গত সপ্তাহে। শোয়েবুর রহমান রাসেলের ‘নন্দিনী’ নামে একটি ছবির শুটিংও শেষ করেছি। এ ছবির একটি গানের শুটিং বাকি আছে। চলতি মাসেই শেষ হবে।
এখন নাটকের চেয়ে চলচ্চিত্রেই বেশি ব্যস্ত আপনি। এটি কি ইচ্ছা করে?

তাই বলে নাটকে অনীহা নেই। কাজ করব, তবে গল্প বেছে। সংখ্যার চেয়ে এখন মানের দিক বেশি বিবেচনা করছি।

অভিনয়ের পাশাপাশি অনেকেই নির্মাণে আসেন। আপনি এ বিষয়ে কিছু ভেবেছেন?

এ নিয়ে কিছু ভাবিনি। ভাবতেও চাই না। আমি শুধু অভিনয় করে যেতে চাই। অভিনয় আমার পেশা, এটি নিয়েই থাকতে চাই।

‘জ্যাম’ নামে একটি ছবিতে আপনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। এর অগ্রগতি কতদূর?

আপাতত এ ছবির শুটিং বন্ধ আছে। এ ছবির পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল অন্য একটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। কবে নাগাদ ‘জ্যাম’ ছবির শুটিং শুরু করবেন তা বলতে পারছি না।

আপনি তো মাঝে মাঝে গানও করেন। এ নিয়ে নতুন কোনো খবর আছে?

হ্যাঁ, কিছু দিন আগে ‘ফেসবুক ফড়িং’ নামে একটি গানে কণ্ঠ দিয়েছি। আমিরুল মোমেনিন মানিকের কথা ও সুরে এ গানের সঙ্গীতায়োজন করেছেন এসকে সামির। গানটির ভিডিও নির্মাণ করা হবে। এছাড়া শুটিং থেকে ফিরে নতুন কয়েকটি গানে কণ্ঠ দেব।

পিবিএ/এমআই

আরও পড়ুন...