পিবিএ, চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন খাবারের হোটেলে পঁচা খাদ্য দ্রব্য ও অপরিস্কার-অপরিচ্ছনতার দায়ে ৪টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে যৌথভাবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী দুপরে হাজীগঞ্জ ডাকাতিয়ার চরে গড়ে উঠা নদী বাড়ীতে অভিযান চালিয়ে মাছের বরফ দিয়ে লাচ্ছি তৈরী ও আইস কপি তৈরীর দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে কলেজ টাইমে স্কুল কলেজের ছেলে-মেয়েরা নদী বাড়ীতে আড্ডা দেয়ায় তাদেরকে আটক করেন। পরে তাদের অভিভাবকদের খবর দিয়ে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
অপর দিকে একই সময়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া হাজীগঞ্জ বাজারে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে পঁচা খাবার বিক্রয়, কাঁচা মাংস ও রান্না করা মাছ মাংস এক সাথে রাখার দায়ে বসুন্ধরা হোটেলকে ৫ হাজার টাকা ও স্টার হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া বলেন, ভোক্তাদের সঠিক ও মানসম্মত খাবার নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
পিবিএ/মো. মহিউদ্দিন আল আজাদ/জেডআই