পিবিএ: বলিউডের নতুন প্রজন্মের মেধাবী অভিনেত্রী তাপসী পান্নু। ‘পিংক’ সিনেমা দিয়ে তার দারুণ যাত্রা শুরু হয়। এরপর ‘নাম শাবানা’, ‘মুলক’, ‘মানমারজিয়া’, ‘বাদলা’ এবং সম্প্রতি ‘মিশন মঙ্গল’ সিনেমায় চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করে নিজের মেধার প্রমাণ দিয়েছেন। তবে তার হাতে থাকা সিনেমার দিকে তাকালে একটা বিষয় স্পষ্ট। তা হলো এ নায়িকা বোধহয় এখন খেলোয়াড়দের নিয়ে সিনেমার প্রতি বেশি ঝুঁকেছেন।
এরই মধ্যে তিনি শেষ করেছেন ‘ষা- কি আঁখ’ সিনেমার শ্যুটিং, যা ভারতীয় শার্প শ্যুটার চন্দ্র তোমার এবং তার ভাবি প্রকাশি তোমারের জীবনী অবলম্বনে বানানো হয়েছে। আর এখন ব্যস্ত আছেন ‘সুরমা’ নামের একটি সিনেমার কাজ নিয়ে। এ সিনেমায় তাকে দেখা যাবে একজন হকি প্লেয়ারের চরিত্রে। শার্প শ্যুটার ও হকি খেলোয়াড়ের পর এবার নতুন আরেকটি খেলানির্ভর সিনেমায় নিজেকে অন্তর্ভুক্ত করেছেন। এ সিনেমার নাম ‘রেশমি রকেট’। আকাশ খুরানা পরিচালিত এ সিনেমায় তাপসীকে দেখা যাবে একজন দৌড়বিদের ভূমিকায়। এটি রেশমি নামের একটি গ্রামের মেয়ের কাহিনী। যে খুবই দ্রুত দৌড়াতে পারে। তাই তাকে গ্রামের লোক ‘রকেট’ বলে ডাকে।
সেই রেশমি একদিন বিশ্বের সামনে ভারতের মাথা উঁচু করে। তবে তাকে নিজের পায়ে দাঁড়াতে গিয়ে অনেক বাধার মুখোমুখি হতে হয়। এ সিনেমা নিয়ে তাপসী বলেন, ‘রেশমি রকেট এমন একটি সিনেমা, যা করার জন্য আমি সব সময় অপেক্ষা করেছি। এর গল্প শোনা মাত্রই আমি রাজি হয়ে যাই। কারণ এ সিনেমায় একটি মানবিক গল্প রয়েছে, যা সবাইকে ছুঁয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। মজার বিষয় হচ্ছে প্রায় সব সিনেমাতেই আমাকে ছুটতে হচ্ছে প্রচুর। এ সিনেমায় তার মাত্রা আরও বেড়ে যাবে। গল্পটি আমার এতই ভালো লেগেছে যে, এর স্ক্রিপ্ট ডেভেলপমেন্টেও আমি কাজ করেছি।’
পিবিএ/এমআই