কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পিবিএ,জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু-নীল দলের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩সেপ্টেম্বর) বেলা ৩টা ৩০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বঙ্গবন্ধু নীল দলের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সাংসদ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী, ট্রেজারার অধ্যাপক মোঃ জালাল উদ্দিন, অধ্যাপক ড. মোঃ সাহাবউদ্দিন, অধ্যাপক ড.সুব্রত কুমার দে, শাখা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রক্টর উজ্জ্বল কুমার প্রধানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তাগণ ।

বক্তারা বলেন বঙ্গবন্ধুর আদর্শকে কেবল মুখের কথায় আবদ্ধ না রেখে তাঁর আদর্শ লালন করে তা কাজের মধ্যদিয়ে প্রকাশ করতে হবে । তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে আমরা এগোতে পারবো ।

উল্লেখ্য শোক সভায় অংশগ্রহন করতে আসার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয় মানব সম্পদ ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ সুফল।

পিবিএ/আশিক আরেফীন/এমএসএম

আরও পড়ুন...