পিবিএ ডেস্ক: মানুষের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হচ্ছে চুল। মাত্রাতিরিক্ত চুল পড়ার কারণে পাতলা হয়ে যাচ্ছে মাথার চুল। চুল পড়া সমস্যা বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যায় ভুগেছেন অনেকেই।
চুল পড়া বন্ধে নানা রকম শ্যাম্পু ও তেল ব্যবহার করেছেন। আর শেষমেশ ডাক্তারের কাছে গিয়েও মিলছে না সমাধান।
চুল পড়া নিয়ে যারা চিন্তায় আছেন তাদের জন্য সুসংবাদ হলো ভিটামিন ই অয়েল নতুন চুল গজাবে। প্রসাধনীর দোকানে ভিটামিন ই অয়েল পাওয়া যায়।
আসুন জেনে নেই ভিটামিন ই অয়েল কীভাবে নতুন চুল গজাবে।
১. ভিটামিন ই অয়েল চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে দ্রুত বাড়ে চুল।
২. ভিটামিন ই অয়েল ব্যবহারে নতুন চুল গজায়। মাথার যে অংশে চুল কমে যাচ্ছে সেখানে এই তেল ম্যাসাজ করুন।
৩. ভিটামিন ই অয়েল চুলের গোড়া মজবুত করে চুল পড়া বন্ধ করে।
যেভাবে ব্যবহার করবেন
১. নারকেল তেলের সঙ্গে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে রাতে ঘুমানোর আগে চুলের আগা থেকে গোড়ায় ম্যাসাজ করুন। পরিদিন সকালে ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।
২. একটি কলা চটকে নিন। ৩টি ভিটামিন ই ক্যাপসুলের তেল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে গোড়ায় ম্যাসাজ করুন। ।১ ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৩. অ্যালোভেরা জেল ব্লেন্ড করে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন। এর পর ধুয়ে শ্যাম্পু করে নিন।
৪. এছাড়া ভিটামিন ই ক্যাপসুলের তেল চুলের গোড়ায় ম্যাসেজ করে সারারাত রেখে পরদিন সকালে শ্যাম্পু করে ফেলুন।
পিবিএ/ইকে