কাশ্মীর নিয়ে সরকারের সমালোচনায় আটক শ্রীনগরের মেয়র!

পিবিএ ডেস্ক: বেশি সময় আগে না। তিনি বলেছিলেন, কাশ্মীরের রাস্তায় জঞ্জালের মতো হয়তো মানুষের মৃতদেহ পড়ে নেই। তার মানেই কাশ্মীরে যে শান্তি রয়েছে, এমনটা ভাবা অবাস্তব হয়ে যাবে। ৩৭০ ধারা রদের পর সরকার যখন বলছে কাশ্মীর স্বাভাবিক, তখন এমন কথা বলে শোরগোল ফেলে দিয়েছেন শ্রীনগরের মেয়র জুনায়েদ আজিম মাত্তু।

আর তারপরপরই তাঁকে গ্রেফতার করে গৃহবন্দি করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর থেকে এখনও পর্যন্ত বড় কোনও শোরগোল ফেলার মতো ঘটনা ঘটেনি। এই পরিস্থিতিতে শ্রীনগরের মেয়র বলেন, ‘উগ্র সিদ্ধান্তের পরে সংবেদনশীলতার কথা বলে স্থিতাবস্থা দেখানোর প্রচেষ্টার মানে পরিস্থিতি স্বাভাবিক তা নয়। বিজেপি সরকারের আটক করার নীতি পুরোপুরি কার্যকর বলেই মনে হচ্ছে।’ তারপরই তাঁকে গ্রেফতার করা হল। আপাতত তাঁকে তাঁর বাড়িতেই বন্দি করে রাখা হয়েছে বলে খবর।

জুনায়েদ আরও বলেছিলেন, বহু বছর ধরেই কাশ্মীরে রাজনৈতিক কর্মীরা মূল স্রোতে টিকে থাকার জন্য সন্ত্রাসবাদীদের হুমকির মুখে পড়েছেন এবং নিজেদের সাহস দেখিয়েছেন। তবে আজ তারা আতঙ্কিত ও নিষ্ঠুরতার শিকার হয়েছেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...