‘সাপ এবং কুমীর দিয়ে ভারতীয়দের উপর হামলা করবো’ (ভিডিওসহ)

পিবিএ ডেস্ক: কাশ্মীর থেকে ৩৭০ ধারা কেন বিলোপ করা হয়েছে,তা নিয়ে প্রশ্ন এবার তুললেন পাকিস্তানি অভিনেত্রী রবি পিরজাদা। সাপ এবং কুমীর নিয়ে ভারতীয়দের উপর আক্রমণের হুমকি দিলেন রবি।

কাশ্মীর থেকে কেন ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে? সাপ এবং কুমীরগুলিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য উপহার পাঠাবেন বলেও হুমকি দেন পাকিস্তানের এই গায়িকা অভিনেত্রী। পাশাপাশি কাশ্মীরকে তাঁরা কিছুতেই ছিনিয়ে নিতে দেবেন না বলেও ভারতীয়দের সাবধান করে দেন রবি।

পাকিস্তানি অভিনেত্রী আরও বলেন, ভারতের সীমান্তে গিয়ে এই সাপ এবং কুমীরগুলিকে তিনি ছেড়ে দিয়ে আসবেন। ভারতীয়রা যেন কাশ্মীর নিয়ে বেশি বাড়াবাড়ি না করেন, সে বিষয়েও মন্তব্য করেন রবি পীরজাদা। ভারতীয়রা যাতে এবার নরকে যাওয়ার জন্য তৈরি হয়ে যান, সেই কথাও ভিডিওতে বলতে শোনা যায় রবি পীরজাদাকে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...