এ বছর বিপিএলের সপ্তম আসর হচ্ছে না

পিবিএ,ঢাকা : সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ব্যস্ততা শুরু হয়ে গেছে দলগুলোর। ঘটা করে সাকিব আল হাসানের সঙ্গে চুক্তি করেছিল রংপুর রাইডার্স। এ নিয়ে অনেক নাটক হয়েছে। দল বদল করেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিমও। বিপিএল গর্ভনিং কাউন্সিল ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাচ্ছে।

এরই মধ্যে মঙ্গলবার বোমা ফাটালেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বছর বিপিএলের সপ্তম আসর হচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন তিনি। শেখ কামাল ক্লাব কাপের আয়োজক কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, ‘এক বছরে দুই আসর আয়োজন সম্ভব না।’

সরাসরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে জড়িত না থাকলেও আ হ ম মুস্তফা কামাল বিসিবির সাবেক সভাপতি এবং বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তার দলসহ পুরোনো পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে ৬ ডিসেম্বর বিপিএলের সপ্তম আসর শুরুর সময়ও নির্ধারণ করেছে বোর্ড। কিন্তু অর্থমন্ত্রী মনে করেন, একই বছরে অলাভজনক এই টুর্নামেন্ট দুবার আয়োজনের যৌক্তিকতা নেই।

এদিকে, এবারের মৌসুমে বিপিএলে সাত দল থেকে আট দলের টুর্নামেন্ট হতে চলেছে। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টের সপ্তম আসরটি এবার আট দল নিয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিপিএলে পরিচালনা কমিটি।

পিবিএ/সজ

আরও পড়ুন...