ইউজিসির অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেন ববি’র শিক্ষক সমিতি

পিবিএ,ববি: দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়সমূহের উপর শিক্ষক নিয়োগ,পদোন্নতি/পদোন্নয়ন সম্পর্কিত একটি অভিন্ন নীতিমালা ইউজিসি কর্তৃক প্রস্তুতকৃত খসড়াটি অনুমোদন হওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) শিক্ষক সমিতি তা প্রত্যাখ্যান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এ খসড়াটি অনুমোদন হয়েছে বলে অবগত হওয়ায় বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির সভাপতি মোঃসিরাজিস সাদিক(ভারপ্রাপ্ত) ও সাধারণ সম্পাদক আবু জাফর মিয়া স্বাক্ষরিত (২ই সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে,ইউজিসি কর্তৃক শিক্ষক নিয়োগের অভিন্ন নীতিমালা একটি অস্পষ্ট,অসম্পূর্ণ ও বৈষম্যপূর্ণ নীতিমালা যা উচ্চ শিক্ষার পরিবেশ ও গবেষণা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এবং বিশ্ববিদ্যালয় কর্মরত শিক্ষকদের মাঝে অসুস্থ ও অসম প্রতিযোগিতাকে উৎসাহিত করবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে,বিশ্ববিদ্যালয়সমূহকে মুক্তবুদ্ধির চর্চা ও উচ্চতর গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে জাতির পিতা বিশ্ববন্ধু শেখ মুজিবুর রহমান ‘বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩’ এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়সমূহের স্বায়ত্তশাসন নিশ্চিত করেছিলেন। সুতরাং অভিন্ন নীতিমালা প্রণনয়ন বঙ্গবন্ধুর উচ্চ শিক্ষা নিয়ে চিন্তা চেতনার পরিপন্থি ও তার প্রদত্ত স্বায়ত্তশাসনের সাথে সাংঘর্ষিক বলে মনে করেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতি। এ সকল যৌক্তিক কারণেই এই অভিন্ন নীতিমালা প্রত্যাখ্যান করেন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।

একই সাথে বিদ্যমান স্বায়ত্তশাসিত ৪টি বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য বিশ্ববিদ্যালয়গুলোর স্বায়ত্তশাসন ‘বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ-১৯৭৩’ এর আলোকে পূর্ণরুপে নিশ্চিত করার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

পিবিএ/জয়নাল আবেদীন/এমএসএম

আরও পড়ুন...