আফগানদের প্রথম উইকেটের পতন

 

পিবিএ স্পোর্টস: চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ বৃহস্পতিবার টস জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে আফগানিস্তান। এই রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ১৬ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৪ রান। দলীয় ১৯ রানের মাথায় তাইজুল ইসলামের বলে বোল্ড আউট হন এহসানউল্লা(৯)। ক্রিজে আছেন ইব্রাহিম জার্দান ( ১১) রহমত শাহ (৪)।

বাংলাদেশ-আফগানিস্তান একমাত্র টেস্টের ক্যাচলাইন হয়ে উঠেছে স্পিন দ্বৈরথ। চট্টগ্রামের উইকেট অবশ্য চিরকালই অননুমেয়। ঘূর্ণির প্রলয় নাচন সত্যিই ম্যাচের ভাগ্য লিখে দেবে কিনা তা সময়ই বলে দেবে। তবে সব ফেলে স্পিন, স্পিন রব ওঠার যথেষ্ট কারণ আছে। দু’দলকে নেতৃত্ব দিচ্ছেন সময়ের অন্যতম সেরা দুই স্পিনার সাকিব ও রশিদ। এছাড়া দু’দলই সম্ভবত চার স্পিনার খেলাতে যাচ্ছে। সাকিবের নেতৃত্বে বাংলাদেশের স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। ঘরের মাঠে গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে প্রতিপক্ষের পুরো ৪০ উইকেট তুলে নিয়েছিলেন এ চার স্পিনার।
টেস্ট পরিবারের নবীন সদস্য আফগানিস্তানের মূল শক্তিই আবার স্পিন। দারুণ বৈচিত্র্যময় তাদের স্পিন আক্রমণ। ঘূর্ণির জাদুকর রশিদ খানের সঙ্গে আছেন অভিজ্ঞ মোহাম্মদ নবী এবং দুই তরুণ সেনসেশন জহির খান ও কাইস আহমেদ। ফলে ২২ গজে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না। তবে বাংলাদেশ অধিনায়ক সাকিব বিষয়টিকে একটু অন্যভাবে দেখছেন। দু’দলের স্পিন শক্তি কাছাকাছি হওয়ায় সাকিব মনে করছেন, দিন শেষে পার্থক্য গড়ে দিতে পারে ব্যাটিং। বুধবার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন বিশ্বসেরা অলরাউন্ডার, ‘দেশের মাটিতে আমরা বরাবরই ভালো বোলিং করে এসেছি। আমাদের স্পিনাররা যখনই সুযোগ পেয়েছে, তাদের পছন্দমতো উইকেট পেয়েছে, সব সময় ভালো করেছে। কিন্তু আফগানিস্তান দলেও অনেক বিশ্বমানের স্পিনার আছে। তাই আমার মনে হয়, পার্থক্য গড়ে দিতে পারে ব্যাটিং।’
ব্যাটিংয়ে পরিষ্কার এগিয়ে বাংলাদেশ। তামিম ইকবাল বিশ্রামে থাকলেও মিডলঅর্ডারে মুশফিক, মুমিনুল, সাকিব ও মাহমুদউল্লাহর অভিজ্ঞতা ব্যবধান গড়ে দিতে পারে। সঙ্গে থাকবেন সাদমান, সৌম্য ও লিটন। অন্যদিকে ব্যাটিংয়ে আফগানিস্তানের ভরসা রহমত শাহ, হাশমতউল্লাহ ও আসগর আফগান। সব মিলিয়ে এটি আফগানিস্তানের মাত্র তৃতীয় টেস্ট। আগের দুটি টেস্ট খেলেছে তারা ভারতের মাটিতে।
গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও গত বছর ভারতের বিপক্ষে অভিষেক টেস্টে নিদারুণ ব্যাটিং ব্যর্থতায় দু’দিনেই হেরেছিল আফগানরা। স্বাগতিক হিসেবে বাংলাদেশ তাই পরিষ্কার ফেভারিট। আফগানদের হালকাভাবে নেয়ার কোনো সুযোগ নেই। সাকিবও সেটা মনে করিয়ে দিলেন, ‘টেস্টে তারা অভিজ্ঞ না হলেও আমাদের ‘এ’ দলের বিপক্ষে কিন্তু মনোযোগ ধরে রেখেই ব্যাটিং করেছে। প্রস্তুতি ম্যাচেও ওদের দুই ওপেনার ধৈর্যের পরিচয় দিয়েছে। আমাদের তাই অবশ্যই সেরাটা খেলতে হবে। তবে মনোযোগ ধরে রেখে মৌলিক কাজগুলো ঠিকভাবে করতে পারলে আমার মনে হয় আমরা ভালো কিছুই করতে পারব।’

পিবিএ/বাখ

আরও পড়ুন...