পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামে ব্যবসায়ী শাহ আলম (৫৮) হত্যার রহস্য উন্মোচিত হয়েছে।
মাকে কুপ্রস্তাব দেওয়ায় ছেলে শান্ত শাহ আলমকে পিটিয়ে হত্যা করে। শান্তকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে।
বৃহস্পতিবার বিকালে জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন সাংবদ সম্মেলনে গণমাধ্যমকে বিষয়টি জানান।
তিনি বলেন, চাটখিলের চা দোকানদার শাহ আলম একই এলাকার ইয়াছমিনকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতো। ইয়াছমিন বিষয়টি সহ্য করতে না পেরে তার ছেলে শান্তকে জানায়। এতে ক্ষিপ্ত শাহ আলমের উপর ক্ষিপ্ত হয় শান্ত। এক পর্যায়ে গত ৪ আগষ্ট রাত ১ টার দিকে শান্ত তার মা ইয়াছমিনকে দিয়ে মোবাইলে শাহ আলমকে ডেকে আনে। এক পর্যায়ে বাড়ির পাশে শান্ত তার বন্ধুদের সহযোগীতায় শাহ আলমকে পিটিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা শাহ আলমের লাশ পড়ে থাকতে দেখে চাটখিল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
তিনি আরো জানান, লাশ উদ্ধারের পর অজ্ঞাত দূর্বৃত্তদের আসামী করে চাটখিল থানায় হত্যা মামলা হয়। ক্ললেস এই হত্যাকান্ডের তদন্তে নেমে আমরা প্রযুক্তি ব্যবহার করে ঘাতকদের চিহ্নিত করি। এবং এ ঘটনায় ইয়াসমিন ও তার ছেলে শান্তকে(১৯) আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যাকান্ডের কথা স্বীকার করে।
একই সাথে হত্যার সাথে সম্পৃক্ত লাঠিটিও উদ্ধার করা হয়। ইয়াছমিন আক্তার(৩৫)মোহাম্মদপুর ইউনিয়নের কুলশ্রী গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী। গ্রেফতার ইয়াছমিন ও ছেলে শান্ত বর্তমানে জেল হাজতে রয়েছে।
ইয়াকুব নবী ইমন/ইকে