স্বর্ণজয়ী সাঁতারু যৌন হেনস্তার বিচার চাইলেন

পিবিএ ডেস্ক: ভারতের এক স্বর্ণজয়ী সাঁতারু কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠল তারই কোচের বিরুদ্ধে। ০৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে কোচ সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে ভারতের রিষড়া থানায় অভিযোগ দায়ের করেন কিশোরীর বাবা।

তবে কিশোরীর বাবা-মা থানায় গেলে প্রথমদিকে অভিযোগ নিতে অনীহা দেখায় পুলিশ। ভিডিওসহ যাবতীয় তথ্য সহকারে অভিযোগ দায়ের করতে গেলে তাদের কথায় ভ্রুক্ষেপই করা হয় নি।

বুধবার সোশ্যাল মিডিয়ায় শ্লীলতাহানির কুরুচিকর ওই ভিডিও ভাইরাল হতেই টনক নড়ে রিষড়া থানার। ফলে সকালেই কিশোরী সাঁতারুর দেওয়া বয়ানের ভিত্তিতে সুরজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় সংশ্লিষ্ট থানায়।

সেই কিশোরী বলেন, আমি প্রতিবাদ জানালে কাউকে বলতে নিষেধ করতেন। ভয় দেখাতেন আমার ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে। আমি ভয়ে কাউকে কিছু বলতাম না।

হেনস্তার ঘটনা সেই কিশোরী নিজের মোবাইলে রেকর্ড করে রাখে। পরে দীর্ঘ দিনের অশালীন আচরণের জ্বলন্ত প্রমাণ হিসেবে রেখে দেয় সে। থানা ব্যবস্থা না নিলে সেটা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সে সাহায্য চায়।

ফাঁস হওয়া সেই ভিডিওতে পরিষ্কার দেখা গেছে, নানা ভাবে কিশোরীর সারা গায়ে, স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন অভিযুক্ত কোচ। কিছুক্ষণ বাদে তিনি ঘর ছেড়ে বেরিয়ে যান। এরপর মোবাইলের ভিডিও রেকর্ডার অফ করে দেয় কিশোরী।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...