পিবিএ ডেস্ক: চুক্তির শর্ত পূরণ না করায় ফের পরমাণু কর্মসূচি জোরদার করল ইরান। এ ব্যাপারে ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নকে (ইউ) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ইরান কর্তৃপক্ষ।
শুক্রবার থেকে শুরু হওয়া ইরানের পরমাণু রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কর্মসূচিতে কোনও সীমাবদ্ধতা থাকবে না বলে জানিয়েছেন দেশটির ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
গত বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে রুহানি জানিয়েছিলেন, শুক্রবার থেকে ইরান পরমাণু সমঝোতায় দেওয়া আরও কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করবে। তৃতীয় পর্যায়ের এ পদক্ষেপ অনুসারে ইরানের আণবিক শক্তি সংস্থা দ্রুতগতিতে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের যে সমস্ত কাজ তা আবার শুরু করবে।
প্রেসিডেন্ট রুহানি জানিয়েছেন, এ সিদ্ধান্তের আওতায় ইরান নানা রকমের নতুন সেন্ট্রিফিউজ বসাবে এবং দেশের জন্য যে মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম প্রয়োজন সেই মাত্রায় দ্রুতগতিতে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করবে। তবে ইরানের কর্মসূচি আগের মতোই শান্তিপূর্ণ থাকবে বলে তিনি জানিয়েছিলেন।
এ বিষয়টি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোগেরিনিকে বৃহস্পতিবার জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, ইউরোপের তিন দেশ- ব্রিটেন, জার্মানি এবং ফ্রান্স পরমাণু সমঝোতার শর্ত পূরণ করতে না পারায় ইরান তৃতীয় ধাপে প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত করছে।
বিষয়টি নিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মুসাভি বলেছেন, ১৬ মাস আগে অর্থাৎ ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর অব্যাহতভাবে এ সমঝোতা যে লঙ্ঘন করে আসছে। তার পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান পরমাণু রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্টের কাজ শুরু করল। সূত্র: প্রেসটিভি
পিবিএ/বাখ