এই প্রথম নেটফ্লিক্সে প্রিয়াঙ্কা ও রাজকুমার

পিবিএ ডেস্ক: অরবিন্দ আদিগার ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘দ্য হোয়াইট টাইগার’। এটি এবার নেটফ্লিক্স অরিজিন্যালসে নিয়ে আসছেন ইরানিয়ান-মার্কিন পরিচালক রামিন বাহরানি। যে সিনেমায় অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া এবং রাজকুমার রাও।

এই প্রথম নেটফ্লিক্সে কাজ করবেন বড় পর্দার দুই তারকা। এর আগে রাজকুমার অবশ্য ‘অল্ট বালাজি’তে সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি সিরিজ়ে অভিনয় করেছেন। প্রিয়াঙ্কা অভিনয়ের পাশাপাশি এই নতুন প্রজেক্টের এগজ়িকিউটিভ প্রোডিউসারের দায়িত্বও নিয়েছেন। এক বিবৃতিতে নায়িকা জানান, প্রথমবার রাজকুমার এবং পরিচালক রামিনের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি।

রাজকুমারও বলেছেন, এমন একটা বিশ্বমানের প্রজেক্টে সুযোগ পেয়ে উত্তেজিত তিনিও। সাইফ আলি খান, নওয়াজউদ্দিন সিদ্দিকির পর সম্প্রতি শাহরুখ খানের মতো তারকাও নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন। এ বার সেখানে যুক্ত হলো আরো এক হেভিওয়েট নাম। অরবিন্দ আদিগার উপন্যাসের ফিল্মি অ্যাডাপ্টেশন এবং প্রিয়াঙ্কা-রাজকুমারের জুটি দর্শককে আকর্ষণ করার পক্ষে যথেষ্ট। বছরের শেষে শুটিং শুরু হওয়ার কথা।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...